কলারোয়ায় আন্তর্জাতিক নারী দিবস উদযাপন
কলারোয়ায় যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক নারী দিবস উদযাপন করা হয়েছে। মুজিব বর্ষে দিবসটি উদযাপন উপলক্ষ্যে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
“প্রজন্ম হোক সমতার, সকল নারীর অধিকার ” এই স্লোগানকে সামনে রেখে রবিবার সকাল ১০ টায় উপজেলা অডিটোরিয়াম এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ আক্তার হোসেন। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নূরুন নাহার আক্তার এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ মহাসীন আলী, উপজেলা শিক্ষা অফিসার মোজাফফর উদ্দিন, কলারোয়া প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক প্রধান শিক্ষক রাশেদুল হাসান কামরুল।
আলোচনা সভার পূর্বে একটি র্যালি উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে পৌরসদরে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা অডিটোরিয়ামের আলোচনা সভায় যুক্ত হয়। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন উপজেলা সাংবাদিক পরিষদের সভাপতি আসাদুজ্জামান আসাদ, পৌর প্রেসক্লাবের সভাপতি জুলফিকার আলী, এনজিও সি ডব্লিউ সি এস এর মাহামুদুল হাসান, পরিত্রাণের শংকর দাস, অগ্রগতি সংস্থার আল আমিন, উন্নয়ন পরিষদের আশরাফ হোসেন, পল্লী সমাজের সভানেত্রী জাচিন্তা সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের নারী শিক্ষার্থী, এনজিও কর্মীসহ একাধিক সংগঠনের নারী কর্মীবৃন্দ। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সি ডব্লিউ সি এস এর আরিফুর রহমান রানা।