কলারোয়া সরকারি কলেজে মুজিববর্ষ সাহিত্য ও সাংস্কৃতিক সপ্তাহর উদ্বোধন
কলারোয়া সরকারি কলেজে মুজিববর্ষে সাহিত্য ও সাংস্কৃতিক সপ্তাহ পালনের উদ্বোধন করা হয়েছে। বুধবার বেলা ১২ টার দিকে কলেজের হলরুমে ওই অনুষ্ঠানটির উদ্বোধন করেন প্রধান অতিথি কলারোয়া উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্হিত ছিলেন কলারোয়া সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর আবু নসর, কলারোয়া সরকারি কলেজ সংসদের সাবেক ভিপি স.ম মোরশেদ আলী, কলারোয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলিমুর রহমান, কলারোযা সরকারি কলেজের শিক্ষক পর্ষদের সম্পাদক তৌহিদুল ইসলাম।
কলারোয়া সরকারি কলেজের ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক অভিলাষময় ঈশোর এর আহবানে মুজিববর্ষ সাহিত্য ও সাংস্কৃতিক সপ্তাহ পালনের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এস এম আনোয়ারুজ্জামান।
উপস্থিত ছিলেন কলারোয়া সরকারি কলেজের সাবেক সাধারণ সম্পাদক রবিউল আলম মল্লিক রবি, এজিএস মোস্তাফিজুর রহমান মোস্ত, সাবেক ছাত্রনেতা শহিদ আলী, আবুবকর সিদ্দিক লাভলু, কলেজ ছাত্রলীগের সভাপতি মেহেদি হাসান ফাহিম, কলেজের সকল শিক্ষক, ছাত্রছাত্রী।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সহকারী অধ্যাপক আবুবকর সিদ্দিক।
সমাপনি বক্তব্য রাখেন কলারোয়া সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এস এম আনোয়ারুজ্জামান। অনুষ্ঠান শেষে অনুষ্ঠানের প্রধান অতিথি কলারোয়া উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু ও বিশেষ অতিথি কলারোয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলিমুর রহমানকে কলেজের পক্ষ থেকে সন্মাননা স্মারক প্রদান করা হয়।
এর পরে কলেজের ছাত্র ছাত্রীদের পরিবেশনায় একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।