এবতেদায়ী সমাপনী পরীক্ষায় সাতক্ষীরা আহ্ছানিয়া মিশন আদর্শ আলিম মাদ্রাসার সাফল্য
সদ্য প্রকাশিত প্রাথমিক সমাপনী এবতেদায়ী পরীক্ষায় কৃতিত্ব অর্জন ও সাফল্য করেছে সাতক্ষীরা আহ্ছানিয়া মিশন আদর্শ আলিম মাদ্রাসা। ১জন ট্যালেন্টপুলে ও ৫ জন সাধারণ গ্রেডে কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হয়েছে মাদ্রাসার পরীক্ষার্থীরা। এবারের ফলাফল মাদ্রাসাটির দীর্ঘ কয়েক বছরের মধ্যে সেরা ফলাফল বলে জানিয়েছেন মাদ্রাসা কর্তৃপক্ষ। এতে মাদ্রাসাটিতে শিক্ষার্থীদের ভর্তির হারও বৃদ্ধি পেয়েছে।
প্রতিবছরের ন্যায় ২০১৯ সালে অনুষ্ঠিতব্য এবতেদায়ী সমাপনী পরীক্ষায় সাতক্ষীরা আহ্ছানিয়া মিশন আদর্শ আলিম মাদ্রাসা বরাবরের মত অভূতপূর্ব সাফল্য ধরে রেখেছে। এবতেদায়ী সমাপনী পরীক্ষায় সাতক্ষীরা আহ্ছানিয়া মিশন আদর্শ আলিম মাদ্রাসা থেকে ৬ জন বৃত্তি পেয়েছে। এবতেদায়ী সমাপনী পরীক্ষায় নাঈম সিদ্দিক ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে এবং সাধারণ গ্রেডে বৃত্তি পেয়েছে ফারহান ইমরান, মিনার উদ্দিন, তানভীর হোসেন, মশিউর রহমান সাদিক ও জান্নাতুল ফেরদৌস। প্রাথমিক সমাপনী এবতেদায়ী পরীক্ষায় কৃতিত্ব অর্জনে সাতক্ষীরা আহ্ছানিয়া মিশন আদর্শ আলিম মাদ্রাসার শিক্ষার্থীরা বলেছেন শিক্ষকদের অবদান ও পিতা-মাতার দোয়া।