সাতক্ষীরার ভোমরা সীমান্ত থেকে ৭০ পিস ভারতীয় থ্রি-পিচসহ আটক-৩
সাতক্ষীরার ভোমরা সীমান্ত থেকে ৭০ পিস ভারতীয় থ্রি-পিচসহ তিন চোরাকারবারিকে আটক করেছে র্যাব-৬ এর সদস্যরা। শুক্রবার ভোরে সদর উপজেলার ভোমরা সীমান্তবর্তী চৌগাছা গ্রাম থেকে তাদের আটক করা হয়। এ সময় নগদ সাড়ে ৪ হাজার টাকা, ৪টি মোবাইল ফোন, ৫টি সীম কার্ড, একটি মেমোরী কার্ড ও একটি থ্রি-হুইলার জব্দ করা হয়।
আটককৃতরা হলেন, সদর উপজেলার ভোমরা গ্রামের নিমাই দাসের ছেলে শ্রী বরুন কুমার দাস (২৬), সাতক্ষীরা শহরের পারকুখরালী গ্রামের মৃত সুধীর দাসের ছেলে হারান দাস (২৩) ও সদর উপজেলার আলীপুর গ্রামের আমজাদ আলী সরদারের ছেলে আদম আলী (২৭)।
র্যাব সাতক্ষীরা ক্যাম্পের অতিঃ পুলিশ সুপার মোতাহার হোসেন জানান, ভারত থেকে শুল্ক ফাঁকি দিয়ে অবৈধ পথে থ্রি-হুইলার যোগে থ্রি-পিচ এনে ভোমরার আশু মার্কেটে কতিপয় ব্যক্তি ক্রয়-বিক্রয় করার উদ্দেশ্যে সমবেত হয়েছে এমন গোপন সংবাদের ভিত্তিতে তার নেতৃত্বে র্যাবের একটি টহল দল সেখানে অভিযান চালায়।
এক পর্যায়ে সীমান্তবর্তী চৌগাছা গ্রামস্থ জলিল সরদারের মাছের ঘেরের পার্শ্বে ব্রিজের উপর থেকে উক্ত তিন চোরাকারবারিকে ৭০ পিস ভারতীয় থ্রি-পিচসহ আটক করা হয়। যার বাজার মূল্য ২ লাখ ১০ হাজার টাকা। এ সময় নগদ সাড়ে ৪ হাজার টাকা, ৪টি মোবাইল ফোন, ৫টি সীম কার্ড, একটি মেমোরি কার্ড ও একটি থ্রি-হুইলার জব্দ করা হয়। তিনি আরও জানান, আটককৃতদের বিরুদ্ধে মামলা দিয়ে সাতক্ষীরা সদর থানায় সোপর্দ করা হয়েছে।