শ্রীউলার হাজরাখালী পাউবো বেড়ী বাঁধের দুরাবস্থার অবসান হবে কি!
আশাশুনি উপজেলার শ্রীউলা ইউনিয়নের হাজরাখালী পাউবো’র বেড়ী বাঁধের দুরাবস্থায় এলাকার মানুষ হতাশ হয়ে পড়েছেন। প্রতিবছর এলাকার বাঁধ ভাঙ্গনের শিকারে মানুষের চরম দুর্গতির অন্ত থাকেনা। তারা এর থেকে বাঁচতে চায়।
শ্রীউলা ইউনিয়ন ও সংলগ্ন প্রতাপনগর ইউনিয়নের একটি ওয়ার্ডের বেড়ী বাঁধের অবস্থা খুবই ঝুকিপূর্ণ। প্রায় প্রতি বছর বাঁধ ভেঙ্গে এলাকার মানুষ সর্বশান্ত হয়ে আসছে। বাঁধ নির্মানের নামে প্রতি বছর কিছু কিছু কাজ করা হলেও টেকসই কাজ না হওয়ায় ঝুকি নিয়ে এলাকার মানুষকে বসবাস করতে হয়। সম্প্রতি হাজরাখালী গ্রামের মিনাজ গাজীর বাড়ির নিকট থেকে বছিরের বাড়ি পর্যন্ত দীর্ঘ আড়াই কিলোমিটার ওয়াপদার বাঁধ খুবই জরাজীর্ণ হয়ে পড়েছে। দীর্ঘ বাঁধটির বড় অংশ মাত্র এক হাত টিকে আছে। কোন কোন স্থানে দেড় হাত বা দু’ হাত করে দিকে থাকলেও পুরো বাঁধটি চরম ঝুঁকিপূর্ণ। এ বাঁধে আগেে থকেই কাজ না করা হলে বর্ষা মৌসুমে এবং নদীর পানি বৃদ্ধি পেলে যে কোন সময় যে কোন স্থানের বাঁধ ভেঙ্গে গিয়ে এলাকা প্লাবিত হতে পারে।
ইউপি চেয়ারম্যান আবু হেনা সাকিল জানান, এলাকার বাঁধটি আস্তে আস্তে সরু হয়ে যাচ্ছে। বাঁধের উপর দিয়ে সাইকেল.মটর সাইকেল নিয়ে চলাচল করা যায় না। পায়ে হেটে চলতেও একা একা চলতে হয়। বাঁধের স্লাবেও যথেষ্ট মাটি নেই। এছাড়া ইউনিয়নের পুরনো ভাঙ্গন কবলিত বাঁধগুলোর অবস্থাও ভাল নয়। প্রতি বছর এলাকার মানুষের স্বেচ্ছাশ্রম এবং আমি ব্যক্তিগত ভাবে বহু টাকা খরচা করে বাধ রক্ষায় ঝাপিয়ে পড়ে থাকি। বাঁধগুলো রক্ষার্থে এমপি মহোদয়, উপজেলা চেয়ারম্যান সাহেব, পাউবো ও উর্দ্ধতন কর্তৃপক্ষ এবং প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করেন তিনি।