কলারোয়ার হেলাতলায় সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের সাথে মুখোমুখি সংলাপ
সাতক্ষীরার কলারোয়ার হেলাতলায় সম্ভব্য সুবিধাভোগী চিহ্নিকরণ ও প্রাসঙ্গিক সেবা সম্পর্কে সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের সাথে মুখোমুখি সংলাপ অনুষ্ঠিত হয়েছে। সুবিধাবঞ্চিত জনগোষ্ঠির অধিকার ও ক্ষমতায়ন প্রকল্পের আওতায় কলারোয়া অগ্রগতি সংস্থার আয়োজনে অনুষ্ঠিত ওই মুখোমুখি সংলাপ টি বৃহস্পতিবার সকালে উপজেলার হেলাতলা ইউনিয়ন পরিষদের হলরুমে অনুষ্ঠিত হয়। হেলাতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত থেকে বক্তব্য দেন- ইউপি সচিব শফিকুল ইসলাম, ইউপি সদস্য আমিরুল ইসলাম, খায়রুল ইসলাম, মোখলেছুর রহমান, আঃ সাত্তার, মাজেদ মোড়ল, আসাদুজ্জামান, আসলামুল আসলাম, নাছিমা খাতুন, মাজেদা খাতুন, সারর্জিনা খাতুন, মমতাজ খাতুন, উপসহকারী কৃষি অফিসার আবুল হাসান, সমাজসেবা অফিসের মাঠকর্মী ফজলুর রহমান, কলারোয়া অগ্রগতি সংস্থার প্রোগ্রাম অফিসার কামরুননাহার রেখা ও ফ্যাসিলিটেটর লতিকা রাণী ঘোষ প্রমুখ।