বিপন্ন রাজনীতি মাটি ও মানুষ প্রবন্ধটির মোড়ক উন্মোচন
বিপন্ন রাজনীতি মাটি ও মানুষ প্রবন্ধটির মোড়ক উন্মোচন হয়েছে। এক অনাড়াম্বর পরিবেশে ঢাকা বাংলা একাডেমির সহকারী পরিচালক কবি ও সাহিত্যিক ইমরুল ইউসুফের হাতধরে ঢাকার বই মেলায় বইটির পাঠক উন্মোচন হয়ে গেল ২৫ ফেব্রুয়ারি ২০২০ তারিখ সন্ধ্যায়। এসময় উপস্থিত ছিল সামরিক ব্যক্তিত্ব, বুদ্ধিজীবী, লেখক সাবেক নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল এসএম সাখাওয়াত হোসেন।
বইটির লেখক কলামিষ্ট, সাহিত্যিক ও প্রবন্ধকার, সোনালী ব্যাংক সাতক্ষীরার প্রাক্তণ ডেপুটি জেনারেল ম্যানেজার শেখ নাসিম হাসান। বইটি প্রকাশ করেছেন ঢাকার ফরহাদ খান চৌধুরী, বই কণ্ঠ। বইটি পাওয়া যাচ্ছে অমর একুশে বই মেলায় পরিবেশন নওরোজ কিতাবিস্তানের বই স্টলে। স্টল নং- ৩৬৭,৩৬৮ ও ৩৬৯। বইটি প্রকাশনায় সহযোগিতা করেছেন কবি গল্পকার, সাহিত্যিক সিরাজুল ইসলাম। প্রচ্ছদ করেছেন আজিজ হাসান। প্রবন্ধকার শেখ নাসিম হাসান দীর্ঘ সাধনার ফসল বিপন্ন রাজনীতি মাটি ও মানুষ গ্রন্থটি ১৯৯৬ সাল থেকে ২০১৯ সাল পর্যন্ত স্থানীয় বিভিন্ন দৈনিকে প্রকাশিত উপসম্পাদিক প্রবন্ধ, নিবন্ধনের সমন্বয়ে সাজানো হয়েছে গ্রন্থটি। খুব সংযোজন বলতে গেলে বলতে হলে সমকালীন একধাপ ভাবনায় প্রষ্পুটিত ঘটেছে। বইটি লেখক তার শ্রদ্ধেয় পিতা মরহুম শেখ লিয়াকত হোসেন ও মাতা মরহুম বদরুন্নেছার নামে উৎসর্গ করেছেন।
লেখক পরিচিত: সাতক্ষীরা শহরের মুনজিতপুরে অভিজাত পরিবারের সন্তান উপ মহাব্যস্থাপক সোনীল ব্যাংক লিঃ সাতক্ষীরার শেখ নাসিম হাসান।