ঋতু পরিবর্তনে ত্বকের যত্নে গোলাপজল
প্রকৃতিতে বসন্তের ছোয়া লাগলেও শীতের শুষ্কতা ত্বকে এখনো রয়েই গেছে। আর এই ঋতু পরিবর্তনের সময় ত্বকে দেখা দিতে পারে অ্যালার্জি, চুলকানি, ফুসকুড়ি এবং ফুলে যাওয়াসহ নানা সমস্যা। আর তাই ত্বকের যত্নে নিতে হবে বাড়তি সতর্কতা।
জেনে নিন ঋতু পরিবর্তনের এসময়ে ত্বকের যত্নে কী করবেন-
> সপ্তাহে তিন দিন স্ক্রাব ব্যবহার করুন।
> ত্বকের শুষ্কতা দূর করতে ডিমের সাদা অংশের সঙ্গে লেবুর রস আর মধু মিশিয়ে প্যাক তৈরি করে নিন। এটি প্রতিদিন ত্বকে ১৫ মিনিটের জন্য লাগিয়ে ধুয়ে ফেলুন।
> যাদের ত্বক তৈলাক্ত তারা গোলাপজলের সঙ্গে গ্লিসারিন মিশিয়ে লাগাতে পারেন।
> ত্বক পরিষ্কার করতে ক্লিনজিং মিল্ক ব্যবহার করতে পারেন। এতে ত্বক হাইড্রেট থাকবে।
> নিয়মিত ময়েশ্চারাইজার ব্যবহার করুন।
> অ্যালোভেরা জেল, গোলাপজল, গ্লিসারিন ময়েশ্চারাইজার হিসেবে ব্যবহার করতে পারেন।
> বাইরে যাওয়ার আগে অবশ্যই সানস্ক্রিন ব্যবহার করুন।
> এসময় ত্বকে বার সাবান ব্যবহার না করে তরল সাবান ব্যবহার করতে পারেন।
সূত্র: হেলথশটস