কালিগঞ্জ উপজেলা আইনশৃঙ্খলা ও চোরাচালান প্রতিরোধ কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
কালিগঞ্জ উপজেলা আইনশৃঙ্খলা ও চোরাচালান প্রতিরোধ কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। ২৬ শে ফেব্রুয়ারি সকাল সাড়ে ১০টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা সম্মেলনকক্ষে উপজেলা নিবার্হী কর্মকর্তা মোহাম্মদ মোজাম্মেল হক রাসেলের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন কালিগঞ্জ থানা অফিসার ইনচার্জ মোঃ দেলোয়ার হুসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান নাজমুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান দিপালী রানী ঘোষ, কালিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাস্টার নরিম আলী মুন্সি, কালিগঞ্জ মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার আব্দুল হাকিম, কালিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু, সাংবাদিক সমিতির সভাপতি শেখ আনোয়ার হোসেন, কুশুলিয়া ইউপি চেয়ারম্যান শেখ এবাদুল ইসলাম, মৌতলা ইউপি চেয়ারম্যান কাজী রফিকুল ইসলাম বাটুল, মথুরেশপুর ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান, ইমাম সমিতির সভাপতি হাফেজ আবদুল গফুর দৈনিক দৃষ্টিপাত এর ব্যুরো প্রধান আশেক মেহেদী কালিগঞ্জ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওয়াজেদ আলী, কালিগঞ্জ পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে সহকারি প্রধান শিক্ষক আবুল বাশার, কালিগঞ্জ নাসরুল উলুম সিদ্দিকিয়া দাখিল মাদ্রাসার সুপার আব্দুর রহমান, হাজী কফিলউদ্দিন মহিলা মাদ্রাসা সুপার মাওলানা রমিজ উদ্দিন, কালিগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স আরএমও ডাক্তার মৃত্যুঞ্জয় ঘোষ সহ সীমান্ত এলাকার বিজেপি কোম্পানি কমান্ডার উপস্থিত ছিলেন।
কালিগঞ্জ উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা এবং চোরাচালান প্রতিরোধে গুরুত্বপূর্ণ আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়। বিশেষ করে সীমান্ত এলাকার নদীতে রাতের বেলা মাছ ধরা নিষিদ্ধ সহ জেলেদের পরিচয়পত্র দেওয়ার বিষয়ে আলোচনা হয়। এছাড়া নদী এলাকায় বেড়িবাঁধ ছিদ্র করে পাইপ বসানোর বিরুদ্ধে পানি উন্নয়ন বোর্ড আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য জানানো হয়। নাজিমগঞ্জ বাজার পরিচালনা কমিটি সরকারি নীতিমালা অনুযায়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে সভাপতি করে কমিটি গঠন করাসহ অন্যান্য বাজার কমিটি গঠনে উপজেলা নির্বাহী কর্মকর্তা শীঘ্রই গঠন প্রক্রিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে লিখিতভাবে জানাবেন। সভায় সংশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এরপর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় কৃষি ঋণ কমিটির মাসিক সভা, এনজিও সমন্বয় কমিটির সভা এবং উপজেলার বীমা কর্মীদের নিয়ে সভা অনুষ্ঠিত হয়।