আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-র্যালি ও ডুমুরিয়া কলেজ শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি
ডুমুরিয়া প্রেসক্লাব আয়োজয়ে মহান ২১শে ফেরুয়ারী শহীদ ভাষা দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনে শহীদ বেদীতে পুষ্পমাল্য অর্পন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
এসময় ডুমুরিয়া প্রেস ক্লাব ভবনে আয়োজিত আলোচনা সভার শুরুতে শহীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ১মিনিট নিরারতা পালন করা হয় ।
দৈনিক পূর্বাঞ্চলের স্থানীয় প্রতিনিধি কাজী আব্দুল্লাহর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, ডেইলী অবজারভার,দৈনিক ভোরের কাগজ,জন্মভূমি ও অনলাইন দৈনিক দীপ্ত নিউজ২৪.কম’র শেখ মাহতাব হোসেন, দৈনিক স্পন্দন চুকনগর প্রতিনিধি মোঃ বেলায়েত হোসেন, দৈনিক পূর্বঞ্চল শাহাপুর প্রতিনিধি, এম ফিরোজ খান, দৈনিক সময়ের খবর’র স্টাফ রিপোর্টার এস এম জাহাঙ্গীর আলম, ডুমুরিয়া প্রতিনিধি শেখ সিরাজুল ইসলাম, দৈনিক পূর্বাঞ্চল ডুমুরিয়া প্রতিনিধি শেখ জাহিদুর রহমান বিপ্লব, দৈনিক গ্রামের কাগজ ডুমুরিয়া প্রতিনিধি সাব্বির খান ডালিম, দৈনিক সংবাদ ডুমুরিয়া প্রতিনিধি উদয় চক্রবর্তী, দৈনিক খবর ডুমুরিয়া প্রতিনিধি অরুণ দেবনাথ, দৈনিক খুলনাঞ্চল’র এস রফিকুল ইসলাম, দৈনিক অনির্বাণ’র আশরাফুল আলম, প্রাণের বাংলাদেশ’র শেখ হাবিবুর রহমান, দৈনিক সময়ের খবর ও দৃষ্টিপাত’র মাহবুবুর রহমান, ঢাকার ডাক’র ইলিয়াস হুসাইন, ভোরের ডাক’র এনামুল বাসায় টিটো, আমাদের সময় ডুমুরিয়া প্রতিনিধি সুজিত মল্লিক, দৈনিক জন্মভূমি
দৈনিক সাতক্ষীরা ও দৈনিক বাংলাদেশ বানী
ডুমুরিয়া প্রতিনিধি আব্দুর রশিদ, দৈনিক যশোর চুকনগর প্রতিনিধি আব্দুল মজিদ, কালের চিত্র পত্রিকার চুকনগর প্রতিনিধি,আতিয়ার রহমান বদিয়ার, দৈনিক যায়যায়দিন সুব্রত ফৌজদার, খর্নিয়া প্রতিনিধি দৈনিক প্রবাহ সেলিম মোড়ল, চুকনগর প্রতিনিধি আব্দুর রশিদ এলিন, প্রমুখ।
Please follow and like us: