শ্যামনগরে কার্পেটিং রাস্তার শুভ উদ্বোধন করলেন চেয়ারম্যান বাবু
আজ ২০ ফেব্রুয়ারী বৃহস্পতিবার বিকাল ৪ টায় সাতক্ষীরার শ্যামনগর উপজেলার সদর ইউনিয়নের ৬ নং ওয়ার্ড চন্ডিপুর গ্রামের পানি উন্নয়ন বোর্ড অফিস হতে শ্বশানঘাটা পর্যন্ত গুরুত্বপূর্ন দীর্ঘ দিনের প্রতিক্ষিত বাইপাস সড়কের কার্পেটিং কাজের শুভ উদ্বোধন করেন সাতক্ষীরা নারী শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের পিপি ও শ্যামনগর সদর ইউপি চেয়ারম্যান এ্যাড. জহুরুল হায়দার (বাবু)। এসময় উপস্থিত ছিলেন- নওয়াবেঁকী কলেজের অধ্যক্ষ জুলফিকার আল-মেহেদী লিটন, প্রেসক্লাবের সাবেক সাঃ সম্পাদক জাহিদ সুমন, উপজেলা ঠিকাদার কল্যান সমিতির সভাপতি শেখ জাবের হোসেন, সদর ইউনিয়ন আওয়ামিলীগের সাধারণ সম্পাদক দূর্গাপদ চক্রবর্তী, ইউপি সদস্য মিসেস দেলোয়ারা বেগম, আইয়ুব আলী খান, মলয় কুমার গায়েন ঝন্টু, আসলাম হোসেন, জেলা শ্রমিকলীগের সহ সভাপতি শেখ লিয়াকাত আলী, উপজেলা তাঁতীলীগের আহবায়ক রেজওয়ান আজাদ নিপুন, বঙ্গবন্ধু সৈনিক লীগের যুগ্ন আহবায়ক নাজমুল হক নাজু, নাজমুল হাসান সাদ্দাম সহ সুশীল সমাজের ব্যক্তিবর্গ।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের এ প্রকল্পটিতে ব্যায় হবে প্রায় এক কোটি টাকা। দীর্ঘ দিন পর রাস্তাটির কার্পেটিং এর কাজ বাস্তবায়ন হওয়ায় মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, স্থানীয় জাতীয় সংসদ সদস্য এস এম জগলুল হায়দার এবং শ্যামনগর সদর চেয়ারম্যান এস এম জহুরুল হায়দার বাবু কে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন এলাকাবাসী।