সাতক্ষীরা সরকারি কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ
‘মুজিববর্ষের আয়োজন সুস্থ দেহে, সুন্দর মন’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বেলুন ও ফেস্টুন এবং শান্তির প্রতিক পায়রা উড়িয়ে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সাতক্ষীরা সরকারি কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) সকাল ১০টায় কলেজ মাঠে কলেজের অধ্যক্ষ প্রফেসর এস.এম আফজাল হোসেন’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর ০২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। প্রধান অতিথির বক্তব্যে এমপি রবি উপস্থিত সকলকে মুজিববর্ষের শুভেচ্ছা জানিয়ে বলেন,‘শিক্ষার্থীদেরকে সকল অপকর্ম পরিহার করে দেশকে ভালবেসে দেশের সেবায় কাজ করতে হবে। জাতির জনক বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে সকলকে সোনার মানুষ হতে হবে। আগামী প্রজন্ম সকল বাঁধা বিপত্তি পেরিয়ে দেশকে আরো এগিয়ে নেবে।’
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতি, সাতক্ষীরা সরকারি কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মো. আমান উল্লাহ আল হাদী, কলেজের শিক্ষক পর্ষদ সম্পাদক আবুল কালাম আজাদ, অনুষ্ঠান কমিটির আহবায়ক বলাই চন্দ্র ঘোষ প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ মো. লিয়াকত পারভেজ, শেখ আব্দুল অদুদ, সুকুমার দাস, জেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি ও কলেজের সাবেক জিএস মকসুমুল হাকিম, জেলা আওয়ামী লীগের সাবেক দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদ, পৌর আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আবু সায়ীদ, দৈনিক আজকের সাতক্ষীরা পত্রিকার সিনিয়র সহ-সম্পাদক শেখ তহিদুর রহমান ডাবলু প্রমুখ। বিকালে প্রতিযোগিতার বিভিন্ন ইভেন্টে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এসময় সাতক্ষীরা সরকারি কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন সাতক্ষীরা সরকারি কলেজের শরীর চর্চা শিক্ষক মুহাঃ আব্দুল্লাহ আল আমিন।