পাউবো’র জমিতে পাকা ঘর নির্মান, কর্তৃপক্ষের হস্তক্ষেপে নির্মান কাজবন্ধ
আশাশুনি উপজেলার কুল্যা গ্রামের সীমান্তবর্তী রৌদ্রপুর গ্রামে পানি উন্নয়ন বোর্ডের সম্পত্তিতে গায়ের জোরে পাকা ঘর নির্মানের অভিযোগ পাওয়া গেছে। অভিযোগ পেয়ে পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ নির্মান কাজ বন্ধ করে দিয়েছেন।
রৌদ্রপুর গ্রামের ছকিনা খাতুনের ছেলে বাহারুল ইসলাম দবির পানি উন্নয়ন বোর্ডের অফিসের জায়গা দীর্ঘ ১৫/১৬ বছর ধরে দখল করে কাচা বাড়ীঘর নির্মান করে বসবাস করছেন। সম্প্রতি দবির উক্ত সরকারী জমিতে ইটের পাঁকা দেওয়াল দিয়ে পাকা স্থাপনা নির্মান করেছেন। এব্যাপারে বাহারুল ইসলাম দবিরের কাছে সাংবাদকিদের পক্ষ থেকে পাঁকা ঘর নির্মানের অনুমতি আছে কিনা জানতে চাওয়া হলে তিনি কোন সদুত্তর দিতে পারেননি।
এবিষয়ে সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ডের অফিস সহকারী জহিরউদ্দীন এ সাংবাদিকদেরকে জানান, পাউবো’র সম্পত্তিতে পাকা স্থাপনা নির্মানের অভিযোগের ভিত্তিতে এসও স্যারের নির্দেশনায় ঘটাস্থলে উপস্থিত হয়ে নির্মান কাজ বন্ধ করে দেওয়া হয়েছে। তাদের বিরুদ্ধে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।