ভারতের দিল্লিতে অনুষ্ঠিতব্য “রোটাশিয়া” যোগদানে সাতক্ষীরার সভাপতি মামুনের দেশ ত্যাগ
রোটার্যাক্ট ক্লাব অব সাতক্ষীরার সভাপতি রোটার্যাক্ট আব্দুল্লাহ আল মামুন ভারতের দিল্লিতে অনুষ্ঠিতব্য “রোটাশিয়া” যোগদানের জন্য দেশ ত্যাগ করেছেন।
বুধবার সকালে তিনি দেশ ত্যাগ করেন। বিশ্বের সবচেয়ে পুরাতন ও ঐতিহ্যবাহী সেবাধর্মী সংগঠন রোটারী ইন্টারন্যাশনালের সহযোগি সংগঠন রোটার্যাক্টদের এশিয়া মহাদেশ অঞ্চলের মিলন মেলা এই “রোটাশিয়া”। যা আগামী ২০ ফেব্রুয়ারি থেকে ২৩ ফেব্রুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হবে। রোটারী আন্তর্জাতিক জেলা ৩০১১ এর আয়োজনে ২০১৯-২০২০ রোটা বর্ষে বাংলাদেশ হতে রোটারী আন্তর্জাতিক জেলা ৩২৮১ থেকে মোট ১১ জন রোটারেক্টর এ সম্মেলনে যোগদান করবেন। সম্মেলনে নিজস্ব সংস্কৃতি, শিক্ষা, বন্ধুত্ব বিনিময়ের পাশাপাশি নেতৃত্ব, দক্ষতা এবং সমাজ উন্নয়নের লক্ষ্যে টানা ৪দিন ব্যাপি বার্ষিক এই আয়োজনে এশিয়া মহাদেশের বিভিন্ন দেশ থেকে সহ¯্রাধিক রোটার্যাক্ট অংশগ্রহণ করবেন। সাতক্ষীরা ক্লাব থেকে প্রথম “রোটাশিয়া” সম্মেলনে যোগদানের সুযোগ পেয়ে রোটারী পরিবারের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। এবিষয়ে রোটার্যাক্ট ক্লাব অব সাতক্ষীরার সভাপতি আব্দুল্লাহ আল মামুন সংশ্লিষ্ট সকলের নিকট দোয়া কামনা করেছেন।