আবারও বাড়ল সোনার দাম
বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) ফের সোনার দাম বাড়িয়েছে। প্রতি ভরি স্বর্ণে নতুন করে এক হাজার ১৬৬ টাকা বাড়ানো হয়েছে। এতে প্রতি ভরি সোনার সর্বোচ্চ ক্রয়মূল্য হবে ৬১ হাজার ৫২৭ টাকা। আগামীকাল বুধবার থেকে স্বর্ণের এ নতুন দর কার্যকর হবে।
মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে বাজুস। বৈশ্বিক অস্থিরতার কারণে আন্তর্জাতিক বাজারে ও দেশীয় বুলিয়ন মার্কেটে সোনার দাম বাড়ার কারণে এ মূল্য বাড়ানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, নতুন দাম অনুযায়ী, সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার দাম নির্ধারণ করা হয়েছে ৬১ হাজার ৫২৭ টাকা।
২১ ক্যারেটের প্রতি ভরি সোনা ৫৯ হাজার ১৯৪ এবং ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম নির্ধারণ করা হয় ৫৪ হাজার ১৭৯ টাকা।
এছাড়া সনাতন পদ্ধতির সোনার প্রতি ভরির দাম ধরা হয়েছে ৪১ হাজার ৪০৭ টাকা। ২১ ক্যারেটের প্রতি ভরি রূপার দাম পূর্বের নির্ধারিত ৯৩৩ টাকাই বহাল রয়েছে। নতুন নির্ধারিত দরে ২২, ২১ ও ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম বেড়েছে এক হাজার ১৬৬ টাকা।