তালায় ইজিবাইকের ধাক্কায় স্কুল ছাত্রী নিহত
তালায় ইজিবাইকের ধাক্কায় মোহনা পাল (৭) নামের এক স্কুল ছাত্রী নিহত হয়েছে। সে উপজেলার উপজেলার তেঘরিয়া গ্রামের শংকর পালের মেয়ে ও শ্রীমন্তকাটি সানরাইজ প্রি-ক্যাডেট স্কুলের প্রথম শ্রেণির ছাত্রী। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারী) দুপুরে স্কুল ছুটি শেষে বাড়ি ফেরার পথে উপজেলার জালালপুর ইউনিয়নের শ্রীমন্তকাটি নতুন বাজার সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
এলাকাবাসী জানান, প্রতিদিনের ন্যায় স্কুল ছুটির পর তার বাড়িতে যাচ্ছিল মোহনা পাল। এ সময়
শ্রীমন্তকাটি বটতলা নামক স্থানে আসলে একটি দ্রুতগামী ইজিবাইক ধাক্কা দিলে গুরুতর আহত হয় । পরবর্তীতে তাকে তালা হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। তার অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
তালা থানার ওসি মেহেদী রাসেল মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
Please follow and like us: