আশাশুনি উপজেলা আইন শৃংখলা কমিটির সভা
আশাশুনি উপজেলা আইন শৃংখলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১০.৩০ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মীর আলিফ রেজার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান এবিএম মোস্তাকিম। সভায় সহকারী কমিশনার (ভূমি) পাপিয়া আক্তার, ওসি (তদন্ত) ইমারত হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান অসীম বরণ চক্রবর্তী, ইউপি চেয়ারম্যান স ম সেলিম রেজা মিলন, আলমগীর আলম লিটন, ইঞ্জিঃ আ ব ম মোছাদ্দেক, আবু হেনা সাকিল, শেখ জাকির হোসেন, প্রভাষক ম মোনায়েম হোসেন, আব্দুল আলিম মোল্যা, দীপঙ্কর কুমার সরকার দীপ, সমাজ সেবা অফিসার শেখ সাইদুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা সাইদুর রহমান, পিআইও সোহাগ খান, নির্বাচন অফিসার সাইফুর রহমান, উপজেলা শিক্ষা অফিসার সাইফুল ইসলাম, ইউআরসি ইন্সট্রাক্টর ঈমান উদ্দিন, সহকারী মৎস্য কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আঃ হান্নান, আ’লীগ নেতা রফিকুল ইসলাম মোল্যা, আশাশুনি প্রেসক্লাব প্রতিষ্ঠাতা সভাপতি জি এম মুজিবুর রহমান, শিক্ষক নূরুল হুদা, আবুল কালাম আজাদ, নিরঞ্জন কুমার মন্ডল প্রমুখ।
সভায় বিভিন্ন ইউনিয়নে সড়কের পাশে মৎস্য ঘেরে আউট ড্রেন বা বাঁধ না দেওয়ার প্রতিকার ও উপজেলার সার্বিক আইন শৃংখলা নিয়ে আলোচনা করা হয়।