আশাশুনিতে ধর্মীয় প্রতিষ্ঠানের সম্পত্তি রক্ষার দাবিতে মানববন্ধন
আশাশুনি উপজেলার সোভনালী ইউনিয়নের বসুখালী মধ্যপাড়া ফাতিহা জামে মসজিদের সম্পত্তি রক্ষার্থে বসুখালী গ্রামবাসী ও মসজিদ কমিটির আয়োজনে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকাল ৩ টায় বসুখালী বাজার সড়কে এ মানববন্ধনের আয়োজন করা হয়।
উপজেলার ০১নং শোভনালী ইউনিয়নের ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনসুর গাজীর বিরুদ্ধে দলের নাম ভাঙিয়ে বিভিন্ন সময় সাধারণ মানুষকে হয়রানি, দখলবাজী, চাঁদাবাজি বন্ধে এবং বসুখালী মধ্যপাড়া ফাতিহা জামে মসজিদের সম্পত্তি জবরদখল রুখতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে বক্তব্য রাখেন, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শাহাদাত হোসেন, ইউনিয়ন কৃষকলীগের সভাপতি ও মসজিদ কমিটির সভাপতি আলহাজ্ব আক্কাজ আলী, সাবেক ইউপি সদস্য ও মসজিদ কমিটির সহ-সভাপতি শাহাদাত হোসেন, মসজিদ কমিটির সাধারণ সম্পাদক হাফেজ মোঃ আইয়ুব আলী, ওয়ার্ড যুবলীগের সভাপতি বাপ্পি হোসেন, মসজিদ যুব কমিটির সহ-সভাপতি হামিদুল ইসলাম, মসজিদ কমিটির সদস্য রেজাউল ইসলাম প্রমুখ।
এসময় ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী লীগ, কৃষকলীগ, ছাত্রলীগ ও যুবলীগের নেতৃবৃন্দসহ মসজিদ কমিটির সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠিত মানববন্ধনে বক্তারা বলেন, ওয়ার্ড আওয়ামী লীগের সম্পাদক মনসুর গাজী ও তার ছেলে বালিয়া পুর মৌজার ২৭১ এস এ খতিয়ানের, হাল খতিয়ান ০১, সাবেক দাগ ৮/১৫২, হাল দাগ ৩৫ এর মোট ৭৩ শতক সম্পত্তি মসজিদ কমিটি থেকে বাৎসরিক ৩০ হাজার টাকা সারিতে নিয়ে ২০১৭ সাল থেকে ভোগ দখল করে আসছে।
প্রথম বছর হারি সময় মত দিলেও গত দুই বছর থেকে হারীর কোন টাকা-পয়সা মসজিদ কমিটিতে না দিয়ে জোরপূর্বক সম্পত্তি ভোগ দখল করে আসছে। হারীর টাকা চাইলে বা সম্পত্তি মসজিদ কমিটিকে বুঝিয়ে দেয়ার অনুরোধ জানালে সে দলের নাম ভাঙ্গিয়ে বিভিন্ন রকম ভয়-ভীতি প্রদর্শন করে চলেছে। মানববন্ধনে উপস্থিত বক্তারা তাদের বক্তব্যে উপজেলা ও জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দের কাছে ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনসুর গাজীর বিরুদ্ধে আনিত অভিযোগগুলো সঠিক তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহণের দাবি জানান।