আশাশুনির গুনাকরকাটি খানকাহ্ শরীফে ৯৭তম বার্ষিক ওরস শুরু রবিবার
আশাশুনি উপজেলার ঐতিহ্যবাহী গুনাকরকাটি খানকায়ে নকশবন্দীয়া মোজাদ্দেদীয়া খাইরিয়া আজিজীয়া দরবার শরীফে ৯৭তম ওরস ও ফাতেহা শরীফ রবিবার শুরু হচ্ছে।
রওজা শরীফ সহ আশেপাশের বিভিন্ন স্থাপনায় বাহারী রঙের আলপনায় সুসজ্জিত করা হয়েছে। সুবিশাল সামিয়ানা, রাস্তার বিভিন্ন স্থানে গেট, প্যান্ডেল, আলোক উজ্জ্বল আভার বিচ্ছুরনে খানকা শরীফকে আকর্ষণীয় করে তোলা হয়েছে।
ওরস ও ফাতেহা শরীফ উপলক্ষে পরিচালনা কমিটির পক্ষ থেকে স্বেচ্ছাসেবক বাহিনী দায়িত্ব পালনে মওজুদ রয়েছে। হওযরত গাওছুল আযম নকশবন্দী মোজাদ্দেদী দেহলবী (রহঃ) ও গওছুল আযম নকশবন্দী মোজাদ্দেদী খুলনবী (রহঃ) এর ওরস ও ফাতেহা শরীফে প্রধান মেহমান হিসাবে উপস্থিত হয়েছেন, দিল্লীর হযরত গাওছুল আযম দেহলবী (রহঃ) এর দরবার শরীফের সাজ্জাদানশীন নূরে চশমে হযরতে ইমামে রব্বানী, গুলেবাগে মুজাদ্দেদী আলহাজ্ব হযরত শাহ্ আবু নসর আনাছ ফারুকী (মাঃজিঃ)।
দেশের বিভিন্ন জেলা থেকে মুরিদ ও আশেকান ইতিমধ্যে উপস্থিত হয়েছেন ও আসছেন। রবিবার রাতেই বয়ান শুরু হবে। বয়ান চলাকালে লাখ লাখ মুরিদ ও আশেকান দরবারে উপস্থিত থাকবেন। সোমবার আখেরী মোনাজাতের মধ্যদিয়ে ওরস শেষ হবে। ওরস ও ফাতেহা শরীফ উপলক্ষে মাসব্যাপী মেলায় হাজার হাজার দোকানী ও ব্যবসায়ী নানা দ্রব্য সামগ্রীর পরশা সাজিয়ে বসেছেন।