ভালোবাসা দিবসে অসহায় শিশুদের মাঝে খাবার বিতরণ করেন জেলা মানবিক ফাউন্ডেশন
‘বিশ্ব ভালোবাসা দিবস’ উপলক্ষে গরিব, দুস্থ ও অসহায় শিশুদের মাঝে খাবার বিতরণ করেছে সাতক্ষীরা জেলা মানবিক ফাউন্ডেশনের সদস্যরা। শুক্রবার সকালে কাটিয়া মাঠ পাড়া স্কুল চত্বরে খাবার বিতরণ করেন সাতক্ষীরা জেলা মানবিক ফাউন্ডেশনের সহ-সভাপতি শেখ মনিরুল ইসলাম, সাধারণ সম্পাদক রামপ্রসাদ রাকেশ, কর্ণ বিশ্বাস কেডি, ইব্রাহিম খলিল, পল্লবী সরকার, রুপা বেবি,হেলাল হোসেন, আখি প্রমুখ।
খাবার বিতরণের সময় জেলা মানবিক ফাউন্ডেশনের সদস্যরা জানান, আজকের এই ভালোবাসা দিবসে একটা গরিব, দুস্থ ও অসহায় শিশু যেন না খেয়ে না থাকে, সেজন্য আমাদের এই আয়োজন। আমরা যদি অযথা টাকা খরচ না করে বছরে অন্তত একদিন একটি শিশুকে এক বেলা খাবার অথবা একটি পোশাক উপহার দিতে পারি, তাহলে তারা অনেক উপকৃত হবে, খুশি হবে। অসহায় শিশুগুলোর মুখে হাসি ফুটবে। তাই আসুন আমরা সবাই এগিয়ে আসি অসহায় শিশুদের পাশে। সমাজের সব বিত্তবান ব্যক্তি বছরের বিভিন্ন সময় নানা দিবসে দুস্থ, অসহায় মানুষের পাশে দাঁড়ালে, কমে যাবে ধনী-গরিবের বৈষম্য।
Please follow and like us: