ডুমুরিয়ায় কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি যন্ত্রপাতি বিতরণ
ডুমুরিয়ায় মুজিব বর্ষ উপলক্ষে গতকাল বৃহস্পতিবার বিকেলে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে জিকেবিএসপি প্রকল্পের আওতায় কৃষকদের মাঝে বিনামূল্য কৃষি যন্ত্রপাতি বিতরণ করা হয়েছে।
অনুষ্ঠানে ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার সঞ্জীব দাশ’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে খুলনা- ৫ আসনের সংসদ সদস্য নারায়ণ চন্দ্র চন্দ কৃষকের হাতে কৃষি যন্ত্রপাতি তুলে দেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডুমুরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান গাজী এজাজ আহমেদ।
অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি অফিসার মোঃ মোছাদ্দেক হোসেন, সিনিয়র সাংবাদিক কাজি আব্দুল্লাহ ও আ’লীগের নেত্রীবৃন্দ। ৩৬ জন কৃষকের মাঝে ৬টি হ্যান্ড রিপার, ১৪টি হ্যান্ড স্প্রেয়ার, ৬টি ফুট পাম্প ও ১০টি এলএলপি বিতরণ করা হয়।
Please follow and like us: