সাতক্ষীরা ব্লাড মিডিয়ার তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত
বর্ণাঢ্য আয়োজনে পালিত হয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন সাতক্ষীরা ব্লাড মিডিয়ার তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী। শুক্রবার সকালে এ উপলক্ষে সংগঠনটি সাতক্ষীরা সরকারি কলেজ মাঠে রক্তদাতা সমাবেশ, আলোচনা সভা ও মেডিকেল ক্যাম্পের আয়োজন করে।
এতে সামাজিক-সাংস্কৃতিক সংগঠক ফারুকুজ্জামান ডেভিডের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাতক্ষীরা জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাতক্ষীরা সদর উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু, জেলা বিএমএ’র সাধারণ সম্পাদক ডা. মনোয়ার হোসেন, সমাজ সেবক ডা. আবুল কালাম বাবলা প্রমুখ।
সভায় বক্তারা জীবনের প্রয়োজনে রক্তদানের গুরুত্ব তুলে ধরে বলেন, রক্ত দান একটি মহৎ কাজ। রক্তদান করলে দাতার কোন সমস্যা হয় না, বিনিময়ে বেঁচে যায় একেকটি প্রাণ। এজন্য রক্তদানে সকলকে এগিয়ে আসতে হবে।
পরে অতিথিবৃন্দ সাতক্ষীরা ব্লাড মিডিয়ার কার্যালয়ের নির্মাণ কাজ উদ্বোধন করেন।
Please follow and like us: