উত্তর কোরিয়ায় সন্দেহভাজন করোনা আক্রান্তকে গুলি করে হত্যা
উত্তর কোরিয়ায় সন্দেহভাজন করোনা আক্রান্তকে গুলি করে হত্যা করেছে দেশটির সরকার। অসুস্থ রোগীদের রাখার জায়গা কোয়ারেন্টাইন পয়েন্ট থেকে বেরিয়ে গণশৌচাগারে যাওয়ায় তাকে হত্যা করা হয়।
সম্প্রতি চীন ভ্রমণ করে দেশে ফেরার পর ওই ব্যক্তিকে আইসোলেশনে রাখা হয়েছিল। দক্ষিণ কোরিয়ার গণমাধ্যম বলছে, করোনা বিস্তারের ঝুঁকি বিবেচনা করে সর্বোচ্চ শাস্তি কার্যকরের উদ্যোগ নিয়েছে উত্তর কোরিয়া।
এর অংশ হিসেবে অসুস্থ ওই ব্যক্তিকে গ্রেফতারের পর তাৎক্ষণিকভাবে গুলি করে হত্যা করা হয়। শরীরে করোনার উপস্থিতি না পাওয়া গেলেও চীনাদের সঙ্গে সম্পর্ক রয়েছে অথবা সম্প্রতি চীন ভ্রমণ করেছেন, এমন যে কোনও ব্যক্তিকে আইসোলেশনে রাখার নির্দেশ দিয়েছেন উত্তর কোরিয় নেতা কিম জং উন।
Please follow and like us: