আশাশুনির আযম ধর্মান্তরিত প্রেমিকাকে বিয়ের পর গ্রেফতার
আশাশুনি উপজেলার আরার (কাদাকাটি) গ্রামের আযম প্রেমে মজে ধর্মান্তরিত প্রেমিকাকে নিয়ে উধাও হওয়ার পর বিয়ে করেও শেষ রক্ষা হয়নি। পুলিশ তাকে গ্রেফতার করেছে।
পারিবারিক সূত্রে জানাগেছে, আশাশুনি উপজেলার আরার দাশপাড়া গ্রামের বিশ্বজিৎ ও লক্ষী রাণীর মেয়ে লাবণী এবং একই গ্রামের মফিজুল ইসলামের ছেলে গোলাম আযম দীর্ঘদিন প্রেমের খেলায় মেতেছিল। কলেজের পড়ালেখার সহপাঠি হওয়ায় তাদের সম্পর্কটা বেশ কাছাকাছি ছিল। প্রেমের সম্পর্ককে বিবাহ বন্ধনে আ’বদ্ধ করতে তারা বাড়ি থেকে পালিয়ে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে বিয়ে করে বলে পরিবারের পক্ষ থেকে দাবী করা হয়েছে। এরপর কুমারখালীতে আত্মীয়ের বাড়িতে চলে যায় তারা। কিন্তু এর পরিণামে তাদের পড়তে হয়েছে আইনি জটিলতায়। বুধবার দুপুরে কুষ্টিয়ার কুমারখালী উপজেলার নন্দলালপুর ইউপির সোন্দাহ বাগানপাড়ার একটি বাড়ি থেকে তাদের গ্রে’ফতার করা হয়।