কাশিমাড়ীতে ০৯নং ওয়ার্ড আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
বাংলাদেশ আওয়ামীলীগ শ্যামনগর উপজেলার ০২ নং কাশিমাড়ী ইউনিয়ন শাখার ০ক নং ওয়ার্ড আওয়ামীলীগের ত্রি -বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) বিকাল ৩টায় গোদাড়া ০৫ নং ঝাপা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হাফেজ খায়রুল বাসার ও পবিত্র গীতা পাঠ করেন রনজিৎ মন্ডল।
এতে প্রথমপর্বের অনুষ্ঠানে সাবেক ইউপি সদস্য এসএম আব্দুস সাত্তার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাশিমাড়ী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব শমসের আলী ঢালী। বিশেষ অতিথি এবং সার্বিক পরিচালনায় ছিলেন ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এসএম আবুল হোসেন।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামীলীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক কেএম শরিফুল ইসলাম বাবু, ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক এসএম সাহাবুদ্দিন, ইউনিয়ন যুবলীগের আহবায়ক এসএম ইয়াহিয়ার রহমান খোকন, ইউনিয়ন শ্রমিকলীগের সভাপতি এসএম সাহজাহান, নবনির্বাচিত ০৪ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি হাবিবুল্লাহ পাড়, সাধারণ সম্পাদক আমিনুর মোড়ল, ০৫ নং ওয়ার্ডের সভাপতি এসএম সানাউল্লাহ, সাধারণ সম্পাদক মিজানুর রহমান, ইউপি সদস্য জাহাঙ্গীর কবীর লাকি, সমাজসেবক আব্দুর রহমান, মাস্টার মোশাররফ হোসেন, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি জুয়েল রানা, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ কাশিমাড়ী ইউনিয়ন শাখার সভাপতি এনামুল হক, সাধারণ সম্পাদক শামীম আল মাসুদ সহ ওয়ার্ড, ইউনিয়ন আওয়ামীলীগ ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব শমসের আলী ঢালীর নির্দেশক্রমে সাধারণ সম্পাদক এসএম আবুল হোসেন ০৯ নং ওয়ার্ডের কমিটি বিলুপ্ত ঘোষনা করেন। এসময় আগামী তিন বছরের জন্য ০৯ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি নির্বাচিত হয়েছে আব্দুল মজিদ এবং সাধারণ সম্পাদক আনারুল ইসলাম।