দেবহাটায় আইন সহায়তা কেন্দ্র (আসক) উদ্বোধন
দেবহাটায় আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা’র আইন সহায়তা কেন্দ্র (আসক) ফাউন্ডেশনের উদ্বোধন করা হয়েছে। বৃহষ্পতিবার বিকাল ৪ টায় দেবহাটার টাউনশ্রীপুর বাজারে ফিতা কেটে আইন সহায়তা কেন্দ্রের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া আফরীন। উদ্বোধন পরবর্তী আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন দেবহাটা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু বকর গাজী, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি আব্দুল ওহাব, মুক্তিযোদ্ধা কাজী ইদ্রিস হোসেন প্রমুখ।
এসময় আইন সহায়তা কেন্দ্র (আসক) ফাউন্ডেশনের দেবহাটা শাখার সভাপতি আশরাফুল ইসলাম, সহ-সভাপতি কামরুল হাসান রণি, সাধারণ সম্পাদক শাহজান গাজী, সহ-সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোস্তফা সরদার, আইন বিষয়ক সম্পাদক আজগর আলী, অর্থ সম্পাদক রফিকুল ইসলাম, দপ্তর সম্পাদক সাজু হোসেন, প্রচার সম্পাদক মাসুম বিল্লাহ, মহিলা ও শিশু বিষয়ক সম্পাদক সুমাইয়া আফরিন, কার্যনির্বাহি সদস্য পবিত্র বিশ্বাস সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।