বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবি ফোরাম সাতক্ষীরা জেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত
বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবি ফোরাম সাতক্ষীরা জেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার জেলা আইনজীবি ভবনে উক্ত সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে গোপন ব্যালটের মাধ্যমে সকাল ১০ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত ৫ টি পদে নির্বাচন অনুষ্ঠিত হয়।
নির্বাচন শেষে প্রধান নির্বাচন কমিশনার সাতক্ষীরা জেলা আইনজীবি সমিতির সদস্য এড. শহিদুল্লাহ (২) এর সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবি ফোরাম কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহবায়ক ও কেন্দ্রীয় বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিষ্টার কায়সার কামাল। সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আইনজীবি ফোরামের কেন্দ্রীয় নেতা ও কেন্দ্রীয় বিএনপির সদস্য এড, ওয়াহিদ্দুজ্জামান দিপু, কেন্দ্রীয় আইনজীবি ফোরামের সদস্য এড. নাসির উদ্দীন খাঁন সম্রাট, আব্দুস সালাম খাঁন, আনিসুর রহমান খাঁন, এড. গোলাম মাওলা, এড. এবিএম সেলিম প্রমুখ।
প্রধান অতিথি এ সময় বলেন, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি মানেই স্বাধীনতা ও সার্বোভৌমত্ব রক্ষা, খালেদা জিয়ার মুক্তি মানেই সংবাদ পত্রের স্বাধীনতা রক্ষা।
সম্মেলন শেষে ৫টি পদে জেলা আইনজীবি ফোরামের যারা নেতা নির্বাচিত হয়েছেন অতিথিরা তাদের নাম ঘোষণা করেন। নির্বাচিতরা হলেন, সভাপতি পদে এড. আব্দুস সাত্তার, সহ-সভাপতি এড. আব্দুল মজিদ, সাধারন সম্পাদক এড. আশরাফুল আলম, যুগ্ম সম্পাদক মোস্তফা জামান ও সাংগঠনিক সম্পাদক এড. আকবর আলী। এবারে এ নির্বাচনে ১৫৯ জন ভোটারের মধ্যে ১৪০ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার সহযোগী হিসেবে ছিলেন, এড. আক্তারুজ্জামান ও এড. লুৎফুন্নেছা।