শহর সমাজসেবার ফ্রিল্যান্সিং কোর্সের নবীন বরণ
সাতক্ষীরা শহর সমাজসেবা অফিসের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্র পরিচালিত ফ্রিল্যান্সিং কোর্সের নবীন শিক্ষার্থীদর বরণ করে নেওয়া হয়েছে। বুধবার (১২ ফেব্রুয়ারি) বিকালে শহর সমাজসেবা অফিসে এ নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
নবীন বরণ অনুষ্ঠানে ওয়েব ডিজাইন এন্ড ডেভলপমেন্ট শিক্ষক মো. মামুন হাসান নাসুর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শহর সমাজসেবা কর্মকর্তা মো. মিজানুর রহমান।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আধুনিক বিশ্বে ফ্রিল্যান্সিং একটি জনপ্রিয় পেশায় পরিণত হয়েছে। প্রযুক্তির ব্যাপক প্রসারই এই পেশাকে জনপ্রিয় করে তুলেছে। সামান্য কয়েক বছর আগেও এই পেশা সম্পর্কে মানুষের খুব একটা ধারণা ছিলো না। কিন্তু বর্তমানে বাংলাদেশে অনেক ফ্রিল্যান্সার তৈরি হয়েছে। তারা বিভিন্ন মার্কেট প্লেসে কাজ করছে।
তিনি আরো বলেন, বাংলাদেশের বেশিরভাগ ফ্রিল্যান্সার রাজধানী কেন্দ্রীক। দেশের বিভিন্ন জেলায়ও ছড়িয়ে ছিটিয়ে অনেক ফ্রিল্যান্সার আছে তবে রাজধানীতে এর সংখ্যা অনেক বেশি। সাতক্ষীরা এ দিক থেকে একটু পিছিয়ে, এখানে খুব বেশি ফ্রিল্যন্সার নেই। তবে আমরা ফ্রিল্যান্সার তৈরিতে কাজ করছি।
খুব শিঘ্রই সাতক্ষীরায়ও অনেক দক্ষ ফ্রিল্যান্সার গড়ে উঠবে বলে তিনি আশা প্রকাশ করেন।
নবীন বরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন সমাজকর্মী ফাতেমা খাতুন, কম্পিউটার প্রশিক্ষক কামরুল ইসলাম প্রমুখ।