দেবহাটায় ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকী ও মুজিববর্ষ উপলক্ষে আলোচনা সভা, সাংষ্কৃতিক অনুষ্ঠান
বাংলাদেশ ছাত্রলীগের ৭২তম প্রতিষ্ঠা বার্ষিকী ও মুজিববর্ষ উপলক্ষে আলোচনা সভা, সাংষ্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকাল ৪টায় দেবহাটা উপজেলা ছাত্রলীগের উদ্যোগে পারুলিয়া শহীদ আবু রায়হান চত্বরে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ৭২তম প্রতিষ্ঠা বার্ষিকী ও মুজিববর্ষ পালন করা হয়। শুরুতেই কবুতর উড়িয়ে ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পনের মাধ্যমে প্রতিষ্ঠা বার্ষিকীর কর্মসুচীর আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধান অতিথি বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর অন্যতম সদস্য, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রনালয় সম্পর্কিত সাংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, সাবেক সফল স্বাস্থ্যমন্ত্রী ও সাতক্ষীরা-০৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা: আ.ফ.ম রুহুল হক এমপি। পরে আলোচনা সভায় বক্তব্য রাখেন তিনি।
দেবহাটা উপজেলা ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সুমনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এএইচ সোহাগ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুজিবর রহমান, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারুল হক, সাবেক সাংগঠনিক সম্পাদক ও সখিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ ফারুক হোসেন রতন। এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আরশাদ আলী, দেবহাটা সদর ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু বকর গাজী, দেবহাটা উপজেলা যুবলীগের সভাপতি মিজানুর রহমান মিন্নুর, সাধারণ সম্পাদক বিজয় ঘোষ, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মাহবুব আলম খোকন, জাতীয় শ্রমিক লীগের সভাপতি আবু তাহের, দেবহাটা কলেজ ছাত্রলীগের সভাপতি আহছান উল্লা কল্লোল প্রমুখ। অনুষ্ঠানে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ সহ সকল সহযোগী সংগঠনের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। সন্ধ্যায় জেলা ও জেলার বাইরের শিল্পীদের সমন্বয়ে সাংষ্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।