সাতক্ষীরায় দলিত অসহায় ব্যক্তিদের মাঝে শীতবস্ত্র(কম্বল) বিতরণ
দলিত অসহায় ব্যক্তিদের মাঝে শীতবস্ত্র(কম্বল) বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার বিকাল ৪টায় বাংলাদেশ দলিত পরিষদ(বিডিপি) সাতক্ষীরা জেলা শাখার স্থায়ী কার্যালয়(গোবিন্দ মন্দিরের সামনে) শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার মোঃ নূরুল আমীন।
বাংলাদেশ দলিত পরিষদ(বিডিপি) সাতক্ষীরা জেলা শাখার আয়োজনে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, সংগঠনের সভাপতি গৌরপদ দাস।
সান রাইজ প্রি ক্যাডেট স্কুলের প্রধান শিক্ষক মোঃ নজরুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, সংরক্ষিত মহিলা কাউন্সিলর অনীমা রাণী মন্ডল, দলিত পরিষদের প্রধান উপদেষ্টা ও কারিমা মাধ্যমিক বিদ্যালয়ের অবসর প্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ আব্দুল খালেক, এ্যাডিশনাল পিপি এড. শেখ মিজানুর রহমান। স্বাগত বক্তব্য রাখেন, গীতা স্কুলের শিক্ষক সুনীল দাস।
প্রধান অতিথি নূরুল আমিন শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত হতে পেরে সন্তোষ প্রকাশ করে বলেন, শীতবস্ত্র পেয়ে সকলের মধ্যে যে উচ্ছলতা প্রকাশ পেয়েছে তা ভাষায় প্রকাশ করা যাবে না। এক কথায় স্বর্গীয়। বর্তমান সরকার সব সময়ই পিছিয়ে পড়া মানুষদের জন্য বিভিন্ন সহযোগিতামূলক পদক্ষেপ হাতে নিয়ে যাচ্ছে। এই ধরনের পদক্ষেপ বাস্তবায়নের অংশ হিসেবে কেন্দ্রীয় সরকারের প্রতিনিধি জেলা প্রশাসন এই ধরনের মানব হিতৈষী কার্যক্রম সব সময় বাস্তবায়ন করে যাবে।
এসময় সাতক্ষীরা সদর উপজেলার শাল্যে, ফয়জুল্লাপুর সাড়াগাছি, ধুলিহর গোবিন্দপুর, বদ্দিপুর তালতলা, সুপারিঘাটা ঋষিপাড়া, রাজারবাগান পৌরসভা, জোড়দিয়া, গাভা, বাটকেখালী, বাবুলিয়া ঋষিপাড়া, তালবাড়িয়া আলীপুর, মাঝেরপাড়া, পরানদহা ঋষিপাড়া, সাতানী কুশখালী ও শ্রীরামপুরের ১১৫ জনের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়।