কলারোয়ায় শিক্ষার্থীদের নিয়ে মুজিববর্ষ অনুষ্ঠানে জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল
সাতক্ষীরার কলারোয়ায় শিক্ষার্থীদের নিয়ে ‘মুজিববর্ষ: তারুণ্যের ভাবনা’ বিষয়ক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে কলারোয়া সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত ওই অনুষ্ঠানে তরুণ শিক্ষার্থীরা তুলে ধরেন তাদের মননের নানান চিন্তা, চেতনা আর ভাবনা। দেশ ও এলাকার সমসাময়িক সমস্যা আর সম্ভাবনার কথাও উঠে আসে তাদের কথকতায়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ও অনুষ্ঠান সঞ্চালনা করেন সাতক্ষীরা জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল। তিনি উন্মুক্ত আলোচনায় উপস্থিত ছাত্র-ছাত্রীদের তারুণ্যের ভাবনা শোনেন, প্রশ্ন করেন, প্রশ্নের উত্তর দেন। শিক্ষার্থীরাও জেলার শীর্ষ কর্মকর্তার নানান জিজ্ঞাসার প্রত্যুত্তরে নিজেদের ভাবনা তুলে ধরেন। জেলা প্রশাসক মোস্তফা কামাল বলেন- ‘নারী শক্তির কারণে দেশ দ্রুত এগিয়ে যাচ্ছে। বিশ্বের ৫২টি এলিট দেশ মহাকাশ জয় করেছে তার মধ্যে বাংলাদেশ অন্যতম।’ মুজিববর্ষে সাতক্ষীরা থেকে দুর্নীতি কমানোর বিষয়ে দৃঢ় প্রত্যয় করেন তিনি। সেসময় তিনি একটি কবিতা আবৃত্তি করেন।
এসময় বিভিন্ন বর্ষের ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন ও তাদের মধ্যে কয়েকজন বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলারোয়া সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সহযোগী অধ্যাপক শহীদুল ইসলাম, উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু, সাবেক উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আরএম সেলিম শাহনেওয়াজ, সহকারী কমিশনার (ভূমি) আক্তার হোসেন ও থানার অফিসার ইনচার্জ (ওসি) আলহাজ্ব শেখ মুনীর-উল-গীয়াস। ‘দুর্নীতিকে না বলুন’ ও ‘ক্লিন সাতক্ষীরা, গ্রিন সাতক্ষীরা’- শীর্ষক স্লোগানে এ অনুষ্ঠানের আয়োজন করে সাতক্ষীরা জেলা প্রশাসন।