আনুলিয়ায় চাঞ্চল্যকর জাহাঙ্গীর হত্যার খুনিদের ফাঁসির দাবিতে মানববন্ধন
আশাশুনি উপজেলার আনুলিয়ায় মোটরসাইকেল চালক জাহাঙ্গীর হত্যার ১ম বর্ষ পূর্তিতে চাঞ্চল্যকর হত্যার প্রতিবাদ এবং খুনিদের ফাঁসির দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে আনুলিয়া ইউনিয়নের সর্বস্তরের মানুষের আয়োজনে রাজাপুর একসরা বৌ-বাজার সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্য রাখেন, আনুলিয়া ইউপি চেয়ারম্যান আলমগীর আলম লিটন। উপজেলা শ্রমিকলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক রনি হোসেনের পরিচালনায় এসময় মুক্তিযোদ্ধা আব্দুস সামাদ, ইউপি সদস্য আলমগীর আলম, শওকত হোসেন, যুবলীগ নেতা এটিএম বাবু, ইউনিয়ন শ্রমিকলীগ সভাপতি কামাল হোসেন, সেক্রেটারি গোলাম রসুল, আশরাফুল, ইউনুছ ঢালী প্রমুখ উপস্থিত ছিলেন।
এছাড়া জাহাঙ্গীরের মা আমেনা, নানী সরবানু ও ভাই আলমগীরসহ স্থানীয় শতশত মানুষ খুনিদের ফাঁসির দাবী জানিয়ে মানববন্ধনে শ্লোগান দেন। মানবন্ধনে চেয়ারম্যান লিটন বলেন, অসহায় গরীব পরিবারের একমাত্র উপার্জনকারী মোটরসাইকেল চালক জাহাঙ্গীর হোসেনকে নির্মমভাবে হত্যা করা হয়। হত্যায় জড়িত কারাগারে বন্ধি আঃ আজিজ সানা, রবিউল ইসলাম কারিগর ও আল আমিনকে ফাঁসিতে ঝুলিয়ে আনুলিয়াকে কলঙ্কযুক্ত করতে বিচার বিভাগের প্রতি আহবান জানিয়ে তিনি বলেন, এ বিচার প্রক্রিয়াকে যারা বাঁধাগ্রস্ত করার অপচেষ্টায় লিপ্ত তাদেরও আনুলিয়াবাসী ক্ষমা করবেনা।
আনুলিয়ায় আর কোন সন্ত্রাস করে কেউ পার পাবেনা। তিনি নিহত জাহাঙ্গীরের পরিবারের পাশে ছিলেন, আছেন এবং ভবিষ্যতেও থাকবেন। প্রসঙ্গত. গতবছর ৫ ফেব্রুয়ারি রাত ১০ টার দিকে জাহাঙ্গীরের হত্যাকারী মধ্যম একসরা গ্রামের বশির সানার পুত্র আব্দুল আজিজ, সালামুদ্দিন কারিকরের পুত্র আল আমিন ও অব্দুল্লাহ কারিকরের পুত্র রবিউল ইসলাম ডেকে নিয়ে জাহাঙ্গীরকে হত্যা করে তার লাশ একসরা দাখিল মাদরাসার সেপ্টিট্যাংকের মধ্যে ফেলে রেখে মোটরসাইকেলটি নিয়ে চলে যায়।
ইউপি চেয়ারম্যান আলমগীর আলম লিটনের সহযোগীতায় পুলিশ রবিউলের স্বীকারোক্তি মোতাবেক অন্য আসামীদের গ্রেফতার করে আদালতে প্রেরণ করে। মানববন্ধন শেষে জাহাঙ্গীরের রূহের মাগফিরাত কামনা করে দোয়ানুষ্ঠান অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন, হাফেজ নুরুজ্জামান।