তালায় বুলবুল-এ আঘাতে ক্ষতিগ্রস্ত কৃষকদের বীজ,সার ও নগদ অর্থ বিতারণ
সাতক্ষীরার তালায় ২০১৯-২০ অর্থবছরে ঘুর্ণিঝড় বুলবুল-এ আঘাতে ক্ষতিগ্রস্থ কৃষদের পুর্নবাসন কর্মসুচির আওতায় বীজ, সার ও জন প্রতি নগদ ৫০০শত টাকা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে ।
আজ সোমবার সকাল ১০টায় তালা উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অফিসের আয়োজনে ১ হাজার একশত কৃষকদের মাঝে এসব উপকরণ ও অর্থ প্রদান করা হয় ।অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইকবাল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমান। স্বাগত বক্তব্য রাখেন তালা উপজেলা কৃষি কর্মকর্তা ও কৃষিবিদ মোঃ আব্দুল্লাহ আল-মামুন।
আলোচনা সভা শেষে উপজেলার ১২টি ইউনিয়নের ১ হাজার ১শত কৃষকদের মাঝে ৯০০ কেজি ভুট্রা বীজ, ৭৫০ কেজি মুগ বীজ, ১৪৫ কেজি শাক সবজি বীজ ,ডিএপি সার ১৫,৫০০ কেজি, এমওপি সার ১ হাজার ১শত কেজি ও পরিচর্যা বাবদ জনপ্রতি নগদ ৫০০ টাকা করে বিতরণ করা হয়।
Please follow and like us: