কলারোয়ায় জমি নিয়ে হামলা আহত-২
সাতক্ষীরার কলারোয়া উপজেলার পাঁচপোতায় প্রতিপক্ষের অতর্কিত হামলায় ইনছার আলী (৫০) ও সাদ্দাম হোসেন (১৯) নামে বাবা-ছেলে আহত হয়েছেন । আহতরা স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়ে চিকিৎসারত আছে। এঘটনায় একই গ্রামের প্রতিবেশী মোশারফ হোসেন (৪৫) তাঁর ছেলে নাইম হোসেন (১৯) ও স্ত্রী নাছিমা খাতুন (৩৫) এর বিরুদ্ধে থানায় আহতের বড় ভাই শামিম সিদ্দিকী বাদী হয়ে থানায় অভিযোগ দায়ের করেন। এ অভিযোগ সূত্রে জানা যায়, গত শনিবার (০১ফেব্রুয়ারি)উপজেলার কেঁড়াগাছি ইউনিয়নের পাঁচপোতা গ্রামে এ ঘটনাটি ঘটে। পূর্ব শত্রুতার জের ধরে আহতদের নিজ বাড়ি থেকে উচ্ছেদের লক্ষ্যে সকালে প্রতিপক্ষরা পরিকল্পিতভাবে এ হামলা চালায়। আহত ইনছার আলীর বাড়ির সীমানার ঘেরা বেড়া প্রতিপক্ষরা নষ্ট করা কালে বাধা দিলে বিবাদীরা ধারালো অস্ত্র দিয়ে আক্রমণ চালায় তার উপর। এসময় ডাক চিৎকারে তার ছেলে সাদ্দাম সিদ্দীকি বাঁচাতে এগিয়ে আসলে তাদেরকেও মারপিট করে মারাত্মক জখম করেন। এতে জখম হয়ে মাটিতে লুটিয়ে পড়লে ঘটনাস্থল থেকে আহতের বড় ভাই ও প্রতিবেশীরা উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। হাসপাতালে কর্তব্যরত ডাঃ মেহেদী আল মাসুদ জানান, আহতরা রক্তাক্ত ও মারাত্মক জখম অবস্থায় হাসপাতালে আসে। ইনছার আলীর মাথায় ভারি অস্ত্রের আঘাতে গভীর ক্ষতের কারণে ৮টি সেলাই দেয়া হয় ও সাদ্দাম হোসেনের মাথায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে তাদেরকে প্রাথমিক সেবা ও চিকিৎসা দিয়ে শঙ্কা মুক্ত করে ভর্তি করা হয়েছে।