করোনাভাইরাসের সতর্কতায় ভুয়া মেইল পাঠিয়ে তথ্য হাতিয়ে নিচ্ছে হ্যাকাররা
করোনাভাইরাসের আতঙ্কে আছে সারাবিশ্ব। এই আতঙ্কের সুযোগে মানুষের গুরুত্বপূর্ণ তথ্য হাতিয়ে নিচ্ছে হ্যাকাররা। ভুয়া মেইল পাঠিয়ে ম্যালওয়্যার ঢুকিয়ে দিচ্ছে কম্পিউটার ও স্মার্টফোনে।
ভারতীয় এক সংবাদমাধ্যম জানায়, ভাইরাস প্রতিরোধে সচেতনতা তৈরিতে স্বাস্থ্য দপ্তর বা জনস্বাস্থ্য কর্তৃপক্ষের সতর্কবাণীকে কাজে লাগাচ্ছে হ্যাকাররা। জনস্বাস্থ্য কর্তৃপক্ষের মেইলগুলোর মতোই মানুষকে মেইল পাঠাচ্ছে হ্যাকাররা। করোনাভাইরাসে আতঙ্কিত মানুষ সেসব মেইল খুলেই আক্রান্ত হচ্ছে অনলাইন ভাইরাসে।
এসব মেইলে সরকারি কর্তৃপক্ষের নির্দেশনাবলি মাইক্রোসফট ওয়ার্ড ফাইল যুক্ত করে দেয়া হয়। ফাইল খুললেই কম্পিউটার বা স্মার্টফোনে ঢুকে পড়ে ম্যালওয়্যার। যার মাধ্যমে ব্রাউজার হিস্ট্রিসহ নানা গুরুত্বপূর্ণ তথ্য চলে যায় হ্যাকারদের কাছে।
ইতিমধ্যে ক্যাসপারস্কিসহ অনলাইন এন্টিভাইরাস প্রতিষ্ঠান অনেকগুলো ভুয়া মেইল শনাক্ত করেছে। যেগুলোর মধ্যে ম্যালওয়্যার ভাইরাস ঢুকিয়ে দিয়েছে হ্যাকাররা।