বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে আগামী ১৭-ই মার্চের পূর্বেই সাতক্ষীরায় বঙ্গবন্ধুর ম্যুরাল উদ্বোধন করা হবে-এমপি রবি
সাতক্ষীরায় জাতির জনক বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধুর ম্যুরাল স্থাপন নির্মাণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) দুপুরে শহরের খুলনা রোড মোড়ে জেলা প্রশাসনের আয়োজনে সাতক্ষীরা জেলা প্রশাসক এস.এম মোস্তফা কামালের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে কুদাল দিয়ে মাটি কেটে বঙ্গবন্ধুর ম্যুরাল স্থাপন নির্মাণ কাজের উদ্বোধন করেন বাংলাদেশ সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক কমিটির সদস্য সাতক্ষীরা সদর ০২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।
প্রধান অতিথির বক্তব্যে এমপি রবি বলেন,“ জাতির জনক বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে আগামী ১৭-ই মার্চের পূর্বেই বঙ্গবন্ধুর ম্যুরাল উদ্বোধন করা হবে। সাতক্ষীরায় জাতির জনক বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী মুজিববর্ষকে সামনে রেখে জেলা প্রশাসনের অর্থায়নে ও সড়ক ও জনপদ ও এলজিইডি সাতক্ষীরার সহযোগিতায় বঙ্গবন্ধুর ম্যুরাল স্থাপন করা হবে। এসময় উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মুনসুর আহমেদ, সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান মো. নজরুল ইসলাম, এলজিইডি সাতক্ষীরা’র নির্বাহী প্রকৌশলী বিশ্বজিৎ কুমার কুন্ডু, সড়ক ও জনপদ সাতক্ষীরা’র নির্বাহী প্রকৌশলী মীর নিজাম উদ্দিন, বিশিষ্ট সমাজসেবক ডা. আবুল কালাম বাবলাসহ প্রশাসনের বিভিন্ন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।