শালখালী খাল পুনঃখননে বাধা সৃষ্টির ঘটনায় মামলা, গ্রেপ্তার ১
সাতক্ষীরার শালখালী খাল পুনঃখননে বাধা সৃষ্টি ও খনন কার্যক্রমের দায়িত্বে নিয়োজিতদের ওপর হামলার চেষ্টার ঘটনায় রবিউল ইসলাম (৩৫) নামের এক আসামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত রবিউল ইসলাম আশাশুনী উপজেলার পুর্ব কামালকাটি গ্রামের আব্দুস সাত্তারের ছেলে। বুধবার রাতে পুলিশ সদস্যরা অভিযান চালিয়ে তাকে আটক করে।
আটকের বিষয়টি নিশ্চিত করে আশাশুনী থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুস সালাম জানান, শালখালী খাল পুনঃখননে বাধা সৃষ্টির ঘটনার প্রেক্ষিতে সংশ্লিষ্ট ঠিকাদারী প্রতিষ্ঠানের পক্ষ থেকে ফিরোজ হোসেন বাদী হয়ে বুধবার আশাশুনী থানায় মামলা (মামলা নং- ৩২) দায়ের করলে রাতেই আসামী রবিউলকে গ্রেপ্তার করে পুলিশ। এছাড়া মামলার অন্যান্য আসামীদের গ্রেপ্তারে অভিযান চলছে বলেও জানান তিনি।
সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ড (পাওবো)’র এসও সাইদুর রহমান জানান, নাব্যতা সংকটে থাকা দেবহাটার সাপমারা খালের ১৯ কিলোমিটার এবং আশাশুনী অংশে শোভনালী ইউনিয়নের শালখালী খালের সাড়ে ৪ কিলোমিটার খাল পুনঃখনন কার্যক্রম চলাকালীন বুধবার পূর্ব কামালকাটির নিবারণের কোনা নামক স্থানে বাধা সৃষ্টি করে স্থানীয় আব্দুস সাত্তারের দুই ছেলে রবিউল ইসলাম, আনারুল ইসলাম ও বারী মোড়লের ছেলে সালাম মোড়ল সহ কয়েকজন স্বার্থন্বেসী ব্যাক্তি। এসময় তারা এস্কেভেটর মেশিনের সামনে বসে পড়া সহ নানা অপচেষ্টা চালিয়ে খালের খনন কার্যক্রম পুরোপুরিভাবে বন্ধ করে দেয়।
একপর্যায়ে দুপুরের দিকে খনন কাজ শুরু করতে গেলে তারা খনন কাজে নিয়োজিতদের ওপর হামলার চেষ্টা চালায়। পরে সরকারী খাল খননের কাজে বাধা সৃষ্টির ঘটনায় ঠিকাদারি প্রতিষ্ঠানের পক্ষ থেকে তিন জনের নাম উল্লেখ সহ অজ্ঞাতনামা কয়েকজনকে আসামী করে মামলা দায়ের করলে পুলিশ মামলার আসামী রবিউল ইসলামকে গ্রেপ্তার করে।