পাটকেলঘাটায় ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে সরস্বতী পূজা উৎযাপন
পাটকেলঘাটায় ব্যাপক উৎসাহ উদ্দীপনার আনন্দঘন পরিবেশের মধ্যদিয়ে সনাতন ধর্মাল্মাবীদের বিদ্যার দেবী সরস্বতীর পূজা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৯জানুয়ারি) সকাল ৯ থেকে পাটকেলাঘাটা হারুন অর রশিদ কলেজ, মহিলা ডিগ্রী কলেজ পাটকেলঘাটা সরকারি উচ্চ বিদ্যালয় সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ব্যাপক উৎসাহ আর উদ্দীপনার মধ্যদিয়ে সরস্বতীপূজা অনুষ্ঠিত হয়। প্রতি বছর মাঘ মাসের শুক্ল পক্ষের ৫মী তিথিতে সরস্বতী পূজা অনুষ্ঠিত হয়।
সনাতন ধর্মাল্মাবীদের মতে প্রাচীন কাল থেকেই সরস্বতীকে বিদ্যার দেবী হিসাবে মান্য করা হয়। পূজার শুরুতে প্রথমে দেবীর বন্ধনা, অঞ্জলি পাঠ ও প্রসাদ বিতরণের মধ্যদিয়ে পূজার সমাপ্তি ঘটে। সনাতন ধর্মের মেয়েরা লাল পাড়ের সাদা শাড়ি ও পুরুষের ধূতি পাঞ্জাবি পরিধান করে দিনটিকে ঐতিহ্যের পোশাক হিসাবে পূজার এ বার্তাকে বহন করে থাকে।সাতক্ষীরা জেলা হিন্দু বৌদ্ধ, খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি বিশ্বজিৎ সাধু জানান,প্রতিবছরের ন্যায় এ বারও তালা ও পাটকেলঘাটার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান সহ অধিকাংশ হিন্দু শিক্ষার্থীদের বাড়িতে ২দিন ব্যাপী পূজার আয়োজন করা হয়েছে ।
আমারা দেবী সরস্বতীকে বিদ্যার দেবী হিসাবে মান্য করি । এ ছাড়ারও তো সনাতন ধর্মাল্মাবীদের ১২মাসে ১৩টি পূজাপার্বণের উৎসব লেগেই থাকে। এতে জাতি ধর্ম নির্বিশেষে সকলেই অংশগ্রহণ করে থাকে । আমি আজ সকাল থোকে বিভিন্ন স্কুল কলেজ সহ অনেক পূজা মন্ডোপ পরিদর্শন করে আসছি। সর্বশেষ তিনি জাতি, ধর্ম, বর্ন নির্বিশেষে সব ভেদাভেদ ভুলে সকলকে মিলেমিশে উৎসবে যোগদান প্রতি আহবান জানান। এসময় সেখানে উপস্থিত ছিলেন, তালা উপজেলা হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান, পরিষদের সাধারণ সম্পাদক ইদ্রজিৎ দাশ বাপ্পি, কুমিরা ইউনিয়ন পূজা উৎযাপন পরিষদের সাধারণ সম্পাদক বাসুদেব দাশ, সাংবাদিক সুমন চক্রবত্তী, ইন্দ্রজিৎ সাধু সহ পাটকেঘাটার বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থেবৃন্দ।