হোয়াইট ওয়াশ এড়াতে টাইগার একাদশ!
পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টির প্রথম দুই ম্যাচেই অসহায়ভাবে আত্মসমর্পণ করেছেন বাংলাদেশ। প্রথম ম্যাচে ৫ উইকেটে হারের পর দ্বিতীয় টি-টোয়েন্টিতে ৯ উইকেটে বিধ্বস্ত হয়েছে মাহমুদউল্লাহ রিয়াদের দল।
নিজেদের সম্মান বাঁচানোর পাশাপাশি হোয়াইটওয়াশ এড়ানোর লক্ষ্যে দুপুরে সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। এ ম্যাচে বাংলাদেশ দলে একাধিক পরিবর্তনের আভাস দিয়েছেন জাতীয় দলের প্রধান কোচ রাসেল ডোমিঙ্গো।
চলতি বছরের অক্টোবরে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। বিশ্বকাপে অংশ নিতে যাওয়ার আগে জাতীয় দলের ক্রিকেটারদের পরখ করে নিতে চান প্রধান কোচ রাসেল ডোমিঙ্গো।
চোটের কারণে সিরিজের শেষ ম্যাচে বাদ পড়তে পারেন সৌম্য সরকার। অফ ফর্মের কারণে বাদ পড়তে পারেন তরুণ ওপেনার মোহাম্মদ নাঈম। বল হাতে একেবারেই নিষ্প্রভ মোস্তাফিজুর রহমানও। তার পরিবর্তে একাদশে জায়গা পেতে পারেন পেসার রুবেল হোসেন। সবশেষ বিপিএলে সেঞ্চুরি হাঁকানো ওপেনার নাজমুল হোসেন শান্তও সুযোগ পেতে পারেন। অভিষেক হতে পারে সম্ভাবনাময় পেসার হাসান মাহমুদের।
বাংলাদেশের সম্ভাব্য একাদশ: তামিম ইকবাল, নাজমুল হোসেন শান্ত, লিটন দাস, আফিফ হোসেন, মাহমুদউল্লাহ রিয়াদ, মোহাম্মদ মিথুন, মেহেদী হাসান, আমিনুল ইসলাম বিপ্লব, শফিউল ইসলাম, রুবেল হোসেন ও হাসান মাহমুদ।