আশাশুনি গ্রাম ডাক্তার সমিতি কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাথে মতবিনিময়
বাংলাদেশ গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাথে আশাশুনি উপজেলা গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকাল ৩টায় করারোয়া উপজেলা পরিষদ মিলনায়তনে এসভা অনুষ্ঠিত হয় । মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় সভাপতি গ্রাম ডাক্তার আব্দুল ছাত্তার এবং বিশেষ অতিথি ছিলেন সাধারণ সম্পাদক গ্রাম ডাঃ আবু ইউসুফ খান বাদল।
অনুষ্ঠানে কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি গ্রাম ডাঃ আকবর হোসেন, সাতক্ষীরা জেলা গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির সভাপতি মাহবুবুর রহমান, সধারণ সম্পাদক আব্দুল গফফার প্রমুখ বক্তব্য রাখেন। গ্রাম ডাক্তার রফিক আহম্মেদ এর নেতৃত্বে¡ আশাশুনি গ্রাম ডাক্তারদের মধ্যে উপস্থিত ছিলেন, গ্রাম ডাক্তার আব্দুল মাজেদ, বিদ্যুৎ চক্রবর্তী, আবুল কালাম আজাদ, মফিজুল ইসলাম, বাবুল হোসেন, সাহেব আলী, উত্তম কুমার ঢালী, গোফরান উদ্দিন, গোলাম ইয়াছিন, হারুন আর রশিদ প্রমুখ।
আশাশুনির গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির নেতৃবৃন্দ কেন্দ্রীয় কমিটির কাছে আশাশুনিতে গ্রাম ডাক্তারদের অবস্থান তুলে ধরে বলেন, ১৯৯৩ সালের পর থেকে আশাশুনিতে গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির তেমন কোন কার্যক্রম হয়নি। তার কারন হিসেবে তারা বলেন আশাশুনিতে গণতান্ত্রিক পন্থায় এপর্যন্ত কোন নির্বাচন হয়নি। তারা গণতান্ত্রিক পন্থায় আশাশুনি গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির নির্বাচন দাবী করেন। কেন্দ্রীয় কমিটির সভাপতি গ্রাম আব্দুল ছাত্তার তাদের কথা শুনে জেলা কমিটির সভাপতি, সম্পাদককে অতি দ্রুত বিষয়টি দেখার জন্য নির্দেশ প্রদান করেন।