কলারোয়ায় নোট গাইড থাকায় দুই লাইব্রেরীকে অর্থদণ্ড
কলারোয়ায় নিষিদ্ধ নোট গাইড রাখায় দুই লাইব্রেরিতে অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালত। আদালত চলাকালে দুই লাইব্রেরি মালিককে অর্থদণ্ড দেয়া হয়েছে।
শনিবার বেলা ১২টার দিকে এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট (সহকারী কমিশনার ভূমি) আক্তার হোসেন। তিনি সাংবাদিকদের জানান-জেলা প্রশাসনের নির্দেশ মোতাবেক কলারোয়া উপজেলায় নোট গাইড বন্ধের জন্য বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। আদালত চলাকালে কলারোয়া বাজারের তৌহিদ লাইব্রেরীতে ৫ম থেকে ৯ম শ্রেণির সকল গাইড বই থাকায় প্রাথমিক ভাবে তাকে দুই হাজার টাকা জরিমানা করা হয়। একই সাথে তার দোকান বন্ধ করে দেয়া হয়। পরে উপজেলার কাজিরহাট বাজারের তারিক লাইব্রেরীতে কিছু গাইড বই থাকায় তাকে সতর্ক করাসহ দুই হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এসময় ভ্রাম্যমাণ আদালতে সহযোগিতা করেন-কলারোয়া থানার এএসআই হুমায়ুন কবীর ও বেঞ্চ সহকারী মাকসুদুর রহমান প্রমুখ।
Please follow and like us: