ইনজুরিতে সৌম্য, তৃতীয় ম্যাচে অনিশ্চিত
পাকিস্তান সফরের প্রথম দুই ম্যাচে খুব বেশি সফল ছিলেন না সৌম্য। তবে দলের বর্তমান অবস্থায় তার ওপর ভরসা হারাননি নির্বাচকরা। কিন্তু তৃতীয় ম্যাচে সৌম্যের খেলার সম্ভাবনা ক্ষীণ। ইনজুরিতে পড়েছেন এই পেস বোলিং অলরাউন্ডার।
সিরিজের প্রথম ম্যাচে ২.৩ ওভার বল করে ২২ রান দেন সৌম্য। ছিলেন উইকেটশূন্য। ব্যাট হাতে করেন সাত রান। শনিবারের দ্বিতীয় ম্যাচে ব্যাট হাতে পাঁচ রানে অপরাজিত থাকলেও বোলিংটা করেননি তিনি। দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু লাহোর থেকে সৌম্যের ইনজুরিতে আক্রান্ত হওয়ার খবর নিশ্চিত করেছেন। তবে সৌম্য ঠিক কি ধরণের ইনজুরিতে পড়েছেন তা এখনো জানা যায়নি।
সম্প্রতি শেষ হওয়া বঙ্গবন্ধু বিপিএলে কুমিল্লা ওয়ারিয়র্সের হয়ে খারাপ করেননি সৌম্য। ব্যাট হাতে রানের পাশাপাশি বল হাতে প্রায় প্রতি ম্যাচেই দলকে এনে দিয়েছেন ব্রেক থ্রু। সব জায়গায় টপ অর্ডারে ব্যাট করলেও পাকিস্তান সফরে বেশ নিচের দিকে ব্যাট করছেন তিনি। প্রথম ম্যাচে ছয় নম্বরে নামার পর দ্বিতীয় ম্যাচে নেমেছেন সাতে।
দলে সৌম্যের ব্যাটিং অর্ডার এত নিচে থাকায় অনেক ভক্ত-সমর্থকই ক্ষোভ প্রকাশ করেছেন। তবে টাইগারদের হেড কোচ রাসেল ডমিঙ্গো জানিয়েছেন, শেষদিকে হিট করার সক্ষমতা থাকায় তাকে নিচে খেলানো হচ্ছে।