ঘোড়ায় চড়ে তলোয়ার হাতে বর আনতে গেলেন দুই বোন
পৃথিবীতে সমাজ ব্যবস্থার বিবর্তনের ফলে পুরুষের সঙ্গে পাল্লা দিয়ে নারীরাও এগিয়ে যাচ্ছে। বদলাচ্ছে সমাজ বা রাষ্ট্রের রীতি, সংস্কৃতি ও সংকীর্ণ ধারণা। দিন বদলের ধারাবাহিকতায় ২২ জানুয়ারি পুরুষের বেশে অর্থ্যাৎ ঘোড়ায় চড়ে তলোয়ার হাতে বরদের আনতে গেলেন ভারতের মধ্যপ্রদেশের দুই বোন। এরইমধ্যে বর আনতে যাওয়া দুই বোনের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।
ভাইরাল হওয়া ছবিতে দেখা যায়, নববধূর সাজে দুই বোন মাথায় পাগড়ি পরে ঘোড়ায় চড়েছেন। তাদের হাতে রয়েছে তলোয়ার ও চোখে সানগ্লাস। দুই বোনের যাত্রী হিসেবে ছিলেন অসংখ্য মানুষ। এক বোন নীল রঙের শাড়ি, অন্য বোন গোলাপি রঙের শাড়ি পরেছিলেন।
খোঁজ নিয়ে জানা যায়, দুই বোনের বাড়ি মধ্যপ্রদেশের খান্দোয়া এলাকায়। তাদের নাম সাক্ষী ও সৃষ্টি। তারা জানায়, তাদের বাবার জানানো পতিদার সম্প্রদায়ের নিয়ম অনুযায়ী বরের বাড়িতে বিয়ে করতে যাচ্ছেন তারা। এছাড়া লিঙ্গ বৈষম্যের বিরুদ্ধে সতর্ক বার্তা দিতে চেয়েছেন এ দুই বোন।
এদিকে স্থানীয়রা জানান, হাতে তলোয়ার নিয়ে রাজপুর সম্প্রদায়ের ছেলেরা বিয়ে করতে যায়। তবে সম্প্রতি অনেকে একই নিয়মে বিয়ে করতে যাচ্ছেন। কিন্তু মেয়েরা পুরুষদের বেশে কখনো বিয়ে করতে যায়নি।
সূত্র:ডেইলি বাংলাদেশ