একই ছবিতে অভিনয় করতে সারার ‘হ্যাঁ’, সাইফের ‘না’
মেয়ে সারা আলি খানের সঙ্গে একই ছবিতে অভিনয় করতে চান না বলিউডের অভিনেতা সাইফ আলি খান। এমনটা নয় যে বাপ-বেটিকে একসঙ্গে ছবি করার অফার দেয়া হয়নি, কিন্তু প্রত্যেকবারই প্রত্যাখান করেছেন অভিনেতা।
সম্প্রতি এক সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন সাইফ আলি খান।
সাইফের ছবি ‘জওয়ানি জানেমন’ ছবিতে কাজ করার কথা ছিল সারার। সাইফের মেয়ের চরিত্রেই অভিনয় করার কথা ছিল। কিন্তু শেষ মুহূর্তে বাবার কথা শুনেই ওই ছবি করেননি সারা। তার বদলে নেয়া হয় পূজা বেদীর মেয়ে আলিয়া ফার্নিচারওয়ালাকে।
সাইফের কথায়, যে সময় সারাকে ওই ছবির জন্য অফার করা হয়েছিল সে সময় ওর হাতে ‘কেদারনাথ’ বা ‘সিম্বা’র মতো ছবি ছিল না। ও চাইত অভিনয় করতে। তাই আমিও ভাল বাবার মতো ওকে গিয়ে জিজ্ঞাসা করি ও ছবিটি করবে কী না। সারাও হ্যাঁ বলে দেয়। এর কিছু দিন পর ওর কাছে ‘সিম্বা’র অফার যায়। তারপর ‘কেদারনাথ’। তখন আমিই ওকে বারণ করি এই ছবিটি করার জন্য।
কিন্তু কেন? সাইফের কথায় সারার জন্য ওই ছবি ছিল ‘ব্যাকআপ’। এ ছাড়াও আরো বেশ কিছু কারণ রয়েছে। সাইফের বক্তব্য, আসলে পরিবারের কারো সঙ্গে কাজ করাটা খুব জটিল হয়ে যায়। হ্যাঁ, প্রায় চার-পাঁচটা ছবি আমাদের একসঙ্গে করার প্রস্তাব দেয়া হয়েছে। কখনো আমি করতে চাইনি। আবার কখনো বা সারা।
তাহলে কি কোনওদিনই বাবা আর মেয়েকে একসঙ্গে একই ছবিতে দেখা যাবে না? সে ব্যাপারে খোলসা করে কিছু বলেননি সাইফ। এমনকি পরিবারের সঙ্গে কাজ করলে কী ‘জটিল’ অবস্থার মুখোমুখি হতে হয় তাও জানাননি ছোটে নবাব। তবে সারার সাফল্যে বাবা হিসেবে তিনি যে খুশি, গর্বিত, তা জানিয়েছেন সাইফ।