তালার খলিষখালীতে মুজিবর্ষ উপলক্ষে ১৬দলীয় ব্যাটমিন্টন টুনামেন্ট প্রতিযোগিতা অনুষ্ঠিত
তালার খলিষখালী পুলিশ ক্যাম্পের আয়োজনে ১৬দলীয় ব্যাটমিন্টন প্রতিযোগিতার শুভ উদ্ভোধন অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার(২৩ জানুয়ারি) রাত ৮টায় খলিষখালী পুলিশ ক্যাম্প চত্বরে উক্ত খেলাটি অনুষ্ঠিত হয়। খলিষখালী পুলিশ ক্যাম্পের ইনচার্য (এস আই)নিখিল কুমার বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলে পাটকেলঘাটা থানার অফিসার ইনচার্য কাজী ওয়াহিদ মুর্শেদ।
অনুষ্ঠানে অনান্যদের মধ্যে উপস্থিত ছিলেন এ এস আই কুতুব উদ্দীন,খলিষখালী ৯নং ওয়ার্ড ইউপি সদস্য উত্তম কুমার দে,ইউনিয়ন আওয়মীলীগ সহ-সভাপতি সরদার কামরুজ্জামান, সরদার শরিফুল ইসলাম, ওয়ার্কাস পাটির সাধারন সম্পাদক সুফল আইচ, আওয়মীলীগ নেতা সুজিত হোড়, বাবলা সরদার প্রমূথ। এসময় প্রধান অতিথি যুব সমাজকে মাদকের ভয়ভায়তা রক্ষা পেতে খেলাধুলার প্রতি মনোনিবেশ করার আহবান জানান। এরপর টুনামেন্ট প্রতিযোগীতার শুভ উদ্ভোদন করেন। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন খলিষখালী ক্যাম্পের পুলিশ সদস্যগন রমজান আলী, কবিরুল ইসলামও নাইম রহমান।
Please follow and like us: