কলারোয়ায় ‘মুজিব বর্ষ’ উপলক্ষে ফুটবল প্রশিক্ষণের উদ্বোধন ও দাবা প্রতিযোগিতা
কলারোয়ায় ‘মুজিব বর্ষ’ উপলক্ষে ফুটবল প্রশিক্ষণের উদ্বোধন ও দাবা প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে কলারোয়া ফুটবল ময়দানে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কলারোয়া থানার অফিসার ইনচার্জ শেখ মুনীর-উল-গীয়াস।
সাতক্ষীরা জেলা ক্রীড়া অফিস আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জাহিদুর রহমান খান চৌধুরী। ২১ দিনব্যাপী এ ফুটবল প্রশিক্ষণের উদ্বোধন ও দাবা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করেন কলারোয়া থানার অফিসার ইনচার্জ শেখ মুনীর-উল-গীয়াস।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবলিক ইনস্টিউট’র সাধারণ সম্পাদক অ্যাড. শেখ কামাল রেজা, প্রধান শিক্ষক বদরুজ্জামান বিপ্লব, থানার এসআই ইস্রাফিল হোসেন ও রইছ উদ্দিন, ক্রীড়া সংগঠক শেখ শাহাজাহান আলি শাহিন, মিয়া ফারুক হোসেন স্বপন, নাজমুল হাসনাইন মিলন, রমজান আহমেদ, রেজাউল করিম লাভলু, অধ্যাপক রফিকুল ইসলাম, মিজানুর রহমান, উপজেলা সাংবাদিক পরিষদের সভাপতি আসাদুজ্জামান আসাদ প্রমুখ। উল্লেখ্য, ফুটবল প্রশিক্ষণে ৫১ জন ছাত্র অংশগ্রহণ করে।
Please follow and like us: