বৃদ্বাশ্রমে জন্মদিনে’র কেক কাটলেন আরএম মেহেদী
সাতক্ষীরা শহরে প্রবীণ আবাসন কেন্দ্র বৃদ্বাশ্রমে অসহায়দের সাথে জন্মদিনে’র কেক কেটে শুভ জন্মদিন পালন করে টিভি ও মঞ্চ অভিনেতা আরএম মেহেদী। রবিবার বিকালে বৃদ্বাশ্রমে গিয়ে অসহায়দের সাথে সময় কাটানো’র পরে সবার সাথে অভিনেতা আরএম মেহেদী জন্মদিনে’র কেক কাটেন। সবাইকে নিজে’র পিতা-মাতা’র মতো করে গালে তুলে কেক খাওয়ান। এসময় উপস্থিত ছিলেন সাংবাদিক ইব্রাহিম খলিল, সাংবাদিক আজিজুল ইসলাম (ইমরান), মানবিক ফাউন্ডেশনের পরিচালক ও নাট্যকর্মী কর্ণ বিশ্বাস কেডি, সাকিব, বিদুৎ, তাজ আফ্রীদী প্রমুখ। উল্লেখ, তিনি জন্মগ্রহণ করেন ২০০১ সালের ১৯ জানুয়ারি সাতক্ষীরা সদর উপজেলার সুলতানপুর গ্রামে।তার পিতার নাম মো. কুরবান আলী। মেহেদীর শুরুটা ছিল মঞ্চ নাটক দিয়ে। মেহেদীর প্রথম মঞ্চ নাটক ছিল ‘মনি মুক্তা’ নাটকটি ছিল বাল্যবিবাহের বিরুদ্ধে। নাটকটি পরিচালনা করেছিলেন দীপালক একাডেমির পরিচালক সাংবাদিক বরুণ ব্যানার্জী। সেখান থেকে শুরু হয় তার অভিনয়। তারপর থেকে দীর্ঘদিন দীপালক একাডেমির হয়ে অসংখ্য মঞ্চ নাটকে অভিনয় করে আসছেন। তিনি সকলের কাছে দোয়া সহযোগিতা কামনা করেন।