পা-পিছলিয়ে ভারতীয় সেনা পড়লো পাকিস্তানে; অতঃপর…
ভারতীয় সেনার এক হাবিলদার বরফে পা-পিছলিয়ে আন্তর্জাতিক সীমা পেরিয়ে পাকিস্তানে চলে গেছেন। তিনি জম্মু-কাশ্মীরের গুলমার্গে কর্তব্যরত ছিলেন। এ ঘটনায় উদ্বিগ্ন রাজেন্দ্র নেগি নামের ওই হাবিলদারের পরিবার।
রাজেন্দ্র নেগি স্ত্রী রাজেশ্বরীকে গত ৮ জানুয়ারি ফোন করে জানানো হয়, তার স্বামীকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এতে দুশ্চিন্তায় পড়ে যায় তার পরিবার। কয়েকদিন পর জানা যায়, বরফে পিছলে দুর্ঘটনাবশত সীমান্ত পেরিয়ে তিনি পাকিস্তানে চলে গেছেন। রাজেন্দ্র দ্রুত ফিরিয়ে আনতে এরইমধ্যে ভারতীয় সরকারের নিকট চিঠি দিয়েছে তার পরিবার। খবর ইন্ডিয়া টুডে।
ভারতীয় সেনা সূত্র জানিয়েছে, রাজেন্দ্রকে ফিরিয়ে আনতে সব ধরনের চেষ্টা চলছে। তবে পাকিস্তানের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো ধরনের মন্তব্য পাওয়া যায়নি।
এদিকে কাশ্মীর ইস্যু ও বালাকোটে হামলা নিয়ে ভারত পাকিস্তানের সম্পর্ক বর্তমানে তলানিতে ঠেকেছে। বিষয়টিই সবচেয়ে বেশি ভাবাচ্ছে বাজেন্দ্রর পরিবারকে।