কলারোয়ায় বিজ্ঞান মেলা-২০২০ এবং বিজ্ঞান অলিম্পিয়াড অনুষ্ঠিত
কলারোয়া উপজেলা প্রশাসনের আয়োজনে বিজ্ঞান মেলা-২০২০ এবং বিজ্ঞান অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়েছে। ৪১ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষ্যে রবিবার সকালে উপজেলা পরিষদ চত্ত্বরে ২ দিন ব্যাপি অনুষ্ঠিত বিজ্ঞান মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন, মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল হামিদ, সহকারি শিক্ষা অফিসার হারুন আর রশিদ মোল্লা, একাডেমিক সুপারভাইজার তাপস কুমার দাস, জিকেএমকে সরকারি পাইলট হাইস্কুলের প্রধান শিক্ষক আ: রব, অধ্যক্ষ সহিদুল আলম, অধ্যক্ষ গাজী রবিউল ইসলাম, প্রধান শিক্ষক আমানুল্লাহ আমান, প্রধান শিক্ষক মনিরুজ্জামান বুলবুল, প্রধান শিক্ষক বদরুজ্জামান বিপ্লব, প্রধান শিক্ষক আজহারুল ইসলাম, প্রধান শিক্ষক আখতার আসাদুজ্জামান চান্দু, প্রধান শিক্ষক সাংবাদিক রাশেদুল হাসান কামরল, প্রধান শিক্ষক আব্দুল আলিম, প্রধান শিক্ষক রুহুল আমিন, অধ্যাপক বরুন কুমার, সহকারী অধ্যাপক সাংবাদিক কেএম আনিছুর রহমান, সিনিয়র শিক্ষক ও সাংবাদিক দীপক শেঠ, প্রভাষক সাংবাদিক সাইফুল ইসলাম, প্রভাষক পারভেজ হোসেন, সহকারী প্রধান শিক্ষক আসাদুজ্জামান আসাদ, বদরুজ্জামান ও রফিকুল ইসলাম, সাংবাদিক আসাদুজ্জামান আসাদ, জুলফিকার আলীসহ বিভিন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, শিক্ষকমন্ডলী ও শিক্ষার্থীবৃন্দ। উল্লেখ্য, বিজ্ঞান ও প্রযুক্তি মেলায় বাঙ্গালি জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের পরিচালিত স্টল, উপজেলার বিভিন্ন কলেজ, হাইস্কুল ও মাদ্রাসার ৩৪টি স্টলে ক্ষুদে বিজ্ঞানীদের নতুন ভাবনার একাধিক প্রজেক্ট উপস্থাপন করেন। এদিকে, কলারোয়া সরকারি পাইলট হাইস্কুল মিলনায়তনে অনুষ্ঠিত বিজ্ঞান অলিম্পিয়াড’এ জুনিয়র ও সিনিয়র গ্রুপে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীর অংশগ্রহণ করে বলে জানা যায়।
দু’দিন ব্যাপি চলা বিজ্ঞান মেলার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সোমবার অনুষ্ঠিত হবে। উপজেলা নির্বাহী অফিসার আরএম সেলিম শাহনেওয়াজ এর সভাপতিত্বে এ সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু।
Please follow and like us: