লিগ পর্ব শেষে ব্যাট হাতে সেরা পাঁচ
বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) রাউন্ড রবিন লিগ শেষ। লিগপর্বের ৪২ ম্যাচ শেষে প্লে-অফ নিশ্চিত করেছে চার দল। দেশের ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে জনপ্রিয় এ প্রতিযোগিতার চলতি ব্যাট হাতে আধিপত্য ধরে রেখেছেন দেশি ক্রিকেটাররা। এখন পর্যন্ত সেরা পাঁচ রান সংগ্রাহকের ৩ জনই বাংলাদেশি।
এক নজরে দেখে নিন লিগ পর্ব শেষে সংগ্রাহকের তালিকায় শীর্ষে আছেন যারা:
১) রাইলি রুশো (খুলনা টাইগার্স): রাউন্ড রবিন লিগ শেষে এখন পর্যন্ত রান সংগ্রাহকের তালিকায় শীর্ষে আছেন রাইলি রুশো। ১২ ম্যাচে ৫০.৮৯ গড়ে ৪৫৮ রান করেছেন দক্ষিণ আফ্রিকার এই ব্যাটসম্যান।
২) মুশফিকুর রহিম (খুলনা টাইগার্স): রান সংগ্রাহকের দুই নম্বরেও আছে খুলনার আরেক ব্যাটসম্যান মুশফিকুর রহিম। দেশি ক্রিকেটারদের মধ্যে সর্বোচ্চ রানের মালিক তিনি। খুলনার এই অধিনায়ক ১২ ম্যাচে ৭৪.৮৩ গড়ে করেছেন ৪৪৯ রান।
৩) ডেভিড মালান (কুমিল্লা ওয়ারিয়র্স): আসরের শুরু থেকেই দুর্দান্ত খেলা ডেভিড মালান আছেন তৃতীয় স্থানে। নিজের দল প্লে-অফ নিশ্চিত করতে না পারলেও মাঠ দর্শকদের মন জয় করে নিয়েছেন এই ইংলিশ ব্যাটসম্যান। ১১ ইনিংসে তার সংগ্রহ ৪৪৪ রান, গড় ৪৯.৩৩।
৪) লিটন দাস (রাজশাহী রয়্যালস): নিজের পুরনো ফর্ম ফিরে পাচ্ছেন রাজশাহী রয়্যালসের লিটন দাস। লিগ পর্বে নিজেদের শেষ ম্যাচে দুর্দান্ত এক ম্যাচজয়ী ইনিংস খেলা লিটন দাস আছেন সেরা চারে। ১২ ম্যাচে ৩৮.৩৬ গড়ে করেছেন ৪২২ রান।
৫) ইমরুল কায়েস (চট্টগ্রাম চ্যালেঞ্জার্স): রান সংগ্রাহকের তালিকার পাঁচে আছেন ইমরুল কায়েস। ১১ ম্যাচে ৫৭.৮৬ গড়ে ৪০৫ করেছেন চট্টগ্রামকে সামনে থেকে নেতৃত্ব দেয়া এই বাঁ হাতি ব্যাটসম্যান।